ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে ৮১ শতাংশ কোম্পানির দরপতন

প্রকাশিত: ০৪:১৪, ১৮ মার্চ ২০১৯

শেয়ারবাজারে ৮১ শতাংশ কোম্পানির দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস সোমাবারে পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান ডিএসইএক্স অর্ধশত পয়েন্ট কমেছে। ডিএসইতে সূচক কমে আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন স্থানে নেমে এসেছে। এছাড়া ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা, আগের দিনের মতো সোমবারও ডিএসইতে বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল। একইসঙ্গে ভাল লভ্যাংশ ঘোষণার কারণে তালিকাভুক্ত ডাচ বাংলা ব্যাংকের প্রতি বিশেষ আগ্রহ ছিল। এছাড়া বাকি কোম্পানিগুলোর শেয়ারে আগ্রহ কমেছে। বিশেষ করে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর দর কমেছে বেশি। লভ্যাংশ আশানারুপ না হওয়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের দর বেশি কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচকই কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দুই শতাধিক পয়েন্ট কমেছে। এছাড়া লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কমেছে টাকার পরিমাণে লেনদেনও। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৪ পয়েন্টে। যা ২ মাস ১৫ দিন বা ৪৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। ডিএসইর ডিএসইএক্স চলতি বছরের ৩ জানুয়ারি আজকের চেয়ে কম ছিল। ওই দিন ডিএসইএক্স ছিল ৫ হাজার ৫৯০ পয়েন্টে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্টে কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৮৩ ও ২০১৭ পয়েন্টে। জানা গেছে, ডিএসইতে ৪৭৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৯ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৮৫ কোটি টাকার। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৫টি প্রতিষ্ঠান। এদের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২টির বা ১২ শতাংশের, শেয়ার দর কমেছে ২৭৯টির বা ৮১ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৪টির বা ৭ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। ব্যাংকটির ৩৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩২ কোটি ১৩ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে বৃটিশ আমেরিকান ট্যোবাকো এবং ২১ কোটি ৫৮ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে ইউনাইটেড পাওয়ার। লেনদেনে শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে - স্কয়ার ফার্মা, ডাচ-বাংলা ব্যাংক, সিঙ্গার বিডি, মুন্নু সিরামিক, ম্যারিকো, বাটা সু এবং লিগ্যাসি ফুটওয়্যার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৪৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দর। সিএসইতে ১৭ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে।
×