ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাঙ্গামাটিতে ব্রাশফায়ার : নিহতের সংখ্যা বেড়ে ৮

প্রকাশিত: ০৯:৩৭, ১৯ মার্চ ২০১৯

রাঙ্গামাটিতে ব্রাশফায়ার : নিহতের সংখ্যা বেড়ে ৮

অনলাইন রিপোর্টার ॥ রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন প্রিসাইডিং অফিসার, দু’জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং এক জন নারী রয়েছেন। নিহতরা হলেন- বদিউল আলম, আমিন মাস্টার, আল আমীন, আব্দুল হান্নান, আমির হোসেন, মিহির কান্তি দত্ত, বিলকিস ও জাহানারা বেগম। জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার নির্বাচনে বাঘাইরহাট ও মাচালং ভোট কেন্দ্রে দায়িত্ব পালন শেষে সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বাঘাইছড়ি ফিরছিলেন ওই দুটি কেন্দ্রে দায়িত্ব পালন করা কর্মকর্তা, আনসার ও পুলিশ সদস্যরা। তাদের বহনকারী দুটি গাড়ি দীঘিনালা বাঘাইছড়ি সড়কের নয়মাইল এলাকায় পৌঁছানোর পর পাশের পাহাড় থেকে অজ্ঞাত বন্দুকধারীরা ব্রাশফায়ার করে। ফলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত ও অন্যরা গুরুতর আহত হন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, আমরা ঘটনা শুনেছি, আমাদের কাছে ৮ জন নিহতের তথ্য আছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনা স্থানে যাওয়ার মত পরিবেশ নেই। আমরা চেষ্টা করছি ঘটনা স্থানে পৌঁছানোর। যে এলাকায় ঘটনাটি ঘটেছে ওটা খুব বিপদজনক এলাকা।
×