ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশু সাকি অপহরণের অভিযোগ অস্বীকার করলেন নাসিক কাউন্সিলর সজল

প্রকাশিত: ১১:০৩, ১৯ মার্চ ২০১৯

শিশু সাকি অপহরণের অভিযোগ অস্বীকার করলেন নাসিক কাউন্সিলর সজল

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে শিশু সাদমান সাকি অপহরণে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সাংবাদিক সম্মেলন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল। তার দাবি কোন একটি মহল দ্বারা প্রভাবিত হয়ে ১০ মাস পরে সৈয়দ ওমর খালেদ এপন তার ছেলে সাকি অপহরণের ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানোর অপচেষ্টা করছে। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি ও সচেতন নাগরিক হিসেবে আমি চাই, সাকিকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হোক। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কাউন্সিলর সজল লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। নাজমুল আলম সজল বাংলাদেশ হোসিয়ারী এ্যাসোসিয়েশনের সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ পরিচালক ও বাংলাদেশ হোসিয়ারী এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি কবির হোসেন এবং ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে নাজমুল আলম সজল লিখিত বক্তব্যে বলেন, ২০১৭ সালের ১ ডিসেম্বর দুপুর দেড়টায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় সাদমান সাকি। এই ঘটনায় এপন বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় সদর থানার দুই তদন্ত কর্মকর্তা এসআই রোস্তম আলী ও এসআই শামীম হোসেন এবং পরবর্তীতে পিবিআই কর্মকর্তা আশরাফুল আলম তদন্ত করেন। পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিল্লুর রহমান, সোহেল আহম্মেদ অররা ও আব্দুর রহমান তপনকে গ্রেফতার করে। তিনি বলেন, ৯ ডিসেম্বর এপনের ছোট ভাই সাদিম আহম্মেদের সহযোগী আসামি সোহেল আহম্মেদ অররা তার মুঠোফোন থেকে সাকির বাবা এপনের মুঠোফোনে ফোন করে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। সাকির বাবা এপন সাড়ে ৪ হাজার টাকা বিকাশেও পাঠায়। সজল দাবি করেন, অভিযোগকারী মামলায় আমার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগে কোথাও আমার নাম বা আমার সংশ্লিষ্টতা উল্লেখ করেন নাই। এমনকি তিন আসামি রিমান্ডেও আমার বিরুদ্ধে কোন সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেন নাই। তিনি বলেন, এপন অভিযোগ করেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তার ছেলেকে অপহরণ করেছি, তাহলে থানায় অভিযোগ না করে ১০ মাস পরে আমার বিরুদ্ধে মানববন্ধন থেকে এই অভিযোগ করবে কেন? তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশে আমার বিরুদ্ধে অপহরণের বানোয়াট অভিযোগ আনা হয়েছে। সামাজিকভাবে সম্মান ক্ষুণ্ণ করার অভিযোগে মানহানির মামলার করবেন বলে জানান তিনি।
×