ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

প্রকাশিত: ১১:০৩, ১৯ মার্চ ২০১৯

শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হলো। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে দলগত জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্কৃতি মন্ত্রণালেয়ের ব্যবস্থাপনায় ও শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় সোমবার একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা। স্কুল, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রতিটি বিভাগে বিজয়ী দলগুলো জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছে। আগামী ২৬ মার্চ চূড়ান্ত পর্যায়ে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২৪টি দল। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শিল্পী বুলবুল ইসলাম, লিলি ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, সাজেদ আকবর ও সালমা আকবর। প্রতিটি পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্থান অর্জন করে বান্দরবানের মেঘলা সরকারী প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে খুলনার সরকারী করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে সুনামগঞ্জের সরকারী এস সি বালিকা উচ্চবিদ্যালয়, তৃতীয় স্থান অর্জন করে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে রংপুরের কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে চট্টগ্রামের মহিলা কলেজ ও তৃতীয় স্থান অর্জন করে মাগুরার শ্রীপুর সরকারী কলেজ। সকালে শুরু হওয়া প্রতিযোগিতার দুপুরে চূড়ান্ত পর্বের ফল ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব মোঃ আব্দুল মান্নান ইলিয়াস এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোঃ সাইদুর রহমান।
×