ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাকরি স্থায়ী করার দাবিতে গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশিত: ১১:০৬, ১৯ মার্চ ২০১৯

চাকরি স্থায়ী করার দাবিতে গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ চাকরিতে স্থায়ী করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে টানা আন্দোলনের ডাক দিয়েছেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের পিয়ন কাম গার্ডসহ চতুর্থ শ্রেণীর অন্তত এক হাজার কর্মচারী। তারা সোমবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছেন। এরপর গ্রামীণ ব্যাংকের মিরপুর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন।
×