ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন

প্রকাশিত: ১১:৩৬, ১৯ মার্চ ২০১৯

ভিয়েনায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন

সংবাদদাতা, ভিয়েনা (অস্ট্রিয়া) থেকে ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ, বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বাংলা বাজার হলে ‘বঙ্গবন্ধুর জন্মদিন’ শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম, আকতার হোসেন, রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী, নয়ন হোসেন, আহমেদ ফিরুজ, সাইফুল ইসলাম জসিম, ইরুল কায়েস, মাহাবুব খান শামীম ও ইয়াসিম মিয়া বাবু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে এম নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জাদুকরি সম্মোহনী শক্তিই বাঙালী জাতিকে উদ্বুদ্ধ করেছিল গুলির সামনে বুক পেতে দিতে। তিনি বরাভয় দিয়েছিলেন বলেই ভয় পায়নি জাতি। খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের গুণাবলী স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বায়েজিদ মীর বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে আমরা মুক্তিযুদ্ধ করেছি। এই মহান নেতার আদর্শের আলোকে আমাদের পথ চলতে হবে। আ স ম আব্দুর রহিম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
×