ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্যাস মূল্য বাড়ানো হলে আন্দোলন করবে ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ১১:৩৬, ১৯ মার্চ ২০১৯

গ্যাস মূল্য বাড়ানো হলে আন্দোলন করবে ওয়ার্কার্স পার্টি

স্টাফ রিপোর্টার ॥ ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটি বিভিন্ন গ্যাস কোম্পানি কর্তৃক বিভিন্ন ক্ষেত্রে গ্যাসের অভাবনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেছে, গ্যাসের মূল্যবৃদ্ধি করা হলে দলের পক্ষ থেকে ব্যাপক আন্দোলন গড়ে তুলবে। সোমবার পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করার চেষ্টা হচ্ছে। এজন্য রেগুলেটরি কমিশন কর্তৃক অনুষ্ঠিত শুনানিতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করে তা প্রতিহত করার কথা বলা হয়েছে। সভায় বলা হয়, একদিকে মানুষ সময়মতো গ্যাস পান না, অপরদিকে চুলা প্রতি এই মূল্যবৃদ্ধি স্বাভাবিকভাবে তাদের জীবনকে আরও দুর্বিসহ করে তুলবে। কেবল তাই নয়, শিল্প উৎপাদন, রফতানি, পরিবহন সবক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়বে। সভায় বলা হয়, এলপিজির বাজার ও এলএমজির পথপ্রশস্থ করার জন্যই বছর বছর গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। সভায় রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের দাবি জানানো হয় এবং একই সঙ্গে ঢাকা মহানগরের গ্যাস ব্যবহারকারীদের গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়। ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির এই সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, ঢাকা মহানগর সম্পাদক ম-লীর সদস্য তৌহিদুর রহমান, মহানগর কমিটির সদস্য বেনজির আহমেদ, কমরেড মুর্শিদা আখতার নাহার, জাহাঙ্গীর আলম ফজলু, কাজী আনোয়ারুল ইসলাম টিপু, মুতাসিম বিল্লা সানি প্রমুখ।
×