ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৫তম বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচী ঘোষণা

প্রকাশিত: ১১:৩৭, ১৯ মার্চ ২০১৯

১৫তম বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচী ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ ১৫তম বেসরকারী শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে। বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ঘোষণা অনুসারে আগামী ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৬ জুলাই সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করে দেয়া হবে এবং এসএমএস পাঠিয়ে প্রার্থীদের এ বিষয়ে জানানো হবে। প্রবেশপত্রে প্রিলিমিনারি পরীক্ষার ভেন্যু ও তারিখ উল্লেখ থাকবে। এনটিআরসিএ’র চেয়ারম্যান এসএম আশফাক হুসেন বলেন, ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রায় ১০ লাখ আবেদন জমা হয়েছে। গত ২৬ ডিসেম্বর এ আবেদন কার্যক্রম শেষ হয়। বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য গত ২৮ নবেম্বর ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ ॥ তিন ফার্মেসিকে জরিমানা স্টাফ রিপোর্টার ॥ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে রাজধানীর মগবাজার মধুবাগ এলাকায় তিন ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আল আমিন ফার্মেসি, ফাতেমা ফার্মা ও মগবাজার ফার্মেসি। সোমবার রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এ সময় সার্বিক সহায়তা করে হাতিরঝিল থানার পুলিশ সদস্যরা। আব্দুল জব্বার মণ্ডল বলেন, আজ (সোমবার) মগবাজার মধুবাগ এলাকায় তদারকিকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে আল আমিন ফার্মেসি ১৫ হাজার টাকা, ফাতেমা ফার্মা ১৫ হাজার টাকা ও মগবাজার ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
×