ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৭, ১৯ মার্চ ২০১৯

তিন মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার সূত্রাপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, লালন আলী (২৩), মোঃ আফতাব (৪৬) ও মোঃ রনি মোল্লা (২৩)। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা, ৪০০ গ্রাম হেরোইন ও ২টি মোটর সাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, রবিবার গভীর রাতে সূত্রাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা মোটরসাইকেলযোগে রাজশাহী থেকে হেরোইন ও কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ভারতে গেল সেনাবাহিনীর সাইক্লিং দল বাংলাদেশ-ভারত তৃতীয় যৌথ সাইক্লিং অভিযানে অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর সাইক্লিং দল সোমবার ভারতের উদ্দেশে দেশ ত্যাগ করেছে। বুড়িমারী সীমান্ত দিয়ে সাইক্লিং দল ভারতের কুচবিহারে পৌঁছায়। ১৫ সদস্যের দলে অফিসার, জেসিও ও অন্য পদবির সৈনিকবৃন্দ প্রতিনিধিত্ব করছে। আজ ১৯ মার্চ ভারতের কুচবিহারে যৌথ এই সাইক্লিং এর উদ্বোধন হবে। ভারতের অভ্যন্তরে চারদিন সাইক্লিং এর পর সাইক্লিস্টরা আগামী ২২ মার্চ দেশে ফিরবে এবং বাংলাদেশেও চারদিন সাইক্লিং অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ ‘ফ্ল্যাগ ইন’ অনুষ্ঠানের মাধ্যমে যৌথ সাইক্লিং অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। বাংলাদেশ ও ভারত সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও বেগবান করতে উভয় দেশের সেনাসদস্যদের অংশগ্রহণে ২০১৭ সাল হতে প্রতিবছর যৌথ এই সাইক্লিং অভিযান পরিচালনা হচ্ছে।-আইএসপিআর
×