ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পূঁজিবাজারে ১৫৪ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে

প্রকাশিত: ১১:৩৮, ১৯ মার্চ ২০১৯

পূঁজিবাজারে ১৫৪ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৫৪ কোম্পানি থেকে প্রাতিষ্ঠানিক শেয়ার গত ফেব্রুয়ারিতে কমেছে। সংশ্লিষ্ট কোম্পানির মোট শেয়ারের তুলনায় অন্তত ১ শতাংশ প্রাতিষ্ঠানিক শেয়ার কমেছে এমন কোম্পানি ৫১টি। ১১৫ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বেড়েছে। অন্তত ১ শতাংশ বেড়েছে এমন কোম্পানি ২৪টি। গতমাস শেষে তালিকাভুক্ত ৩১৩ কোম্পানির শেয়ার ধারনের হার পর্যালোচনায় দেখা গেছে, প্রাতিষ্ঠানিক শেয়ার রয়েছে ৩০৮ কোম্পানিতে। একক কোম্পানি হিসেবে বস্ত্র খাতের মতিন স্পিনিংয়ের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ধারণ করা শেয়ার ছিল শতাংশের হিসাবে সর্বাধিক, যা কোম্পানিটির মোট শেয়ারের ৫৫ শতাংশ। গতমাস শেষে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ধারণ করা সব শেয়ারের বাজার মূল্য ছিল ৪৯ হাজার ৮৫২ কোটি টাকা, যা মোট বাজার মূলধনের ১৪ দশমিক ১০ শতাংশ। জানুয়ারি শেষে এর পরিমাণ ছিল যথাক্রমে ৫০ হাজার ৫৬৩ কোটি টাকা, এবং ১৪ দশমিক ২৯ শতাংশ। সার্বিক দরপতনের পাশাপাশি শেয়ার ধারনের হার কমার কারণে বাজার মূলধনে প্রাতিষ্ঠানিক অংশ কমেছে। একক কোম্পানি হিসেবে গত মাসে আইপিডিসিতে প্রাতিষ্ঠানিক শেয়ার বেড়েছে সর্বাধিক, যার পরিমাণ দুই কোটি ৩৭ লাখ ৩৫ হাজার এবং কোম্পানিটির মোট শেয়ারের ১০ দশমিক ৮৮ শতাংশ। এছাড়া সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ডরিন পাওয়ার, আরডি ফুড, ইস্টার্ন কেবলস ও এএফসি এগ্রো ফুডের মোট শেয়ার বিবেচনায় প্রাতিষ্ঠানিক শেয়ার বেড়েছে সাড়ে ৪ থেকে সাড়ে ১০ শতাংশ পর্যন্ত। তবে টাকার অঙ্কে সর্বাধিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ইউনাইটেড পাওয়ারে। কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক শেয়ার বেড়েছে ২৪ লাখ ৪৩ হাজার বা মোটের শূন্য দশমিক ৫১ শতাংশ, যার বাজার মূল্য ছিল অন্তত ১০০ কোটি টাকা। এছাড়া আইপিডিসির অন্তত ৯২ কোটি, ইসলামী ব্যাংকে ৭৫ কোটি ও ডরিন পাওয়ারে ৫৪ কোটি টাকা নিট বিনিয়োগ হয়েছে। অন্যদিকে প্রিমিয়ার ইন্স্যুরেন্স থেকে প্রাতিষ্ঠানিক শেয়ার ২৭ শতাংশ কমেছে, যা ছিল ফেব্রুয়ারিতে প্রাতিষ্ঠানিক শেয়ার কমার শীর্ষে। অবশ্য এর ২৪ শতাংশই যোগ হয়েছে উদ্যোক্তা-পরিচালক অংশে। ধারণা করা হচ্ছে, কোন প্রতিষ্ঠান কোম্পানিটির পর্ষদে যোগ দিয়েছে। তেমনটি হলে এ কোম্পানি থেকে প্রকৃত অর্থের প্রাতিষ্ঠানিক শেয়ার খুব বেশি কমেনি। পরের অবস্থানে থাকা ইনটেক অনলাইন এবং বীমা খাতের কন্টিনেন্টাল, গ্লোবাল, মার্কেন্টাইল, জনতা, প্রভাতী ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স থেকে কমেছে মোট শেয়ারের সাড়ে ৭ শতাংশ থেকে পৌনে ১৪ শতাংশ শেয়ার। টাকার অঙ্কে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সাবমেরিন ক্যাবলস থেকে কমেছে। ফেব্রুয়ারিতে কোম্পানিটি থেকে প্রাতিষ্ঠানিক শেয়ার কমেছে ৬৫ লাখ ৩৩ হাজার, যার বাজার মূল্য ছিল অন্তত ১১০ কোটি টাকা। পরের অবস্থানে থাকা গ্রামীণফোন ও রেনেটা থেকে হ্রাস পাওয়া প্রাতিষ্ঠানিক শেয়ারের বাজার মূল্য ছিল যথাক্রমে ৭৪ কোটি ও ৫০ কোটি টাকা। বৃদ্ধির শীর্ষে ॥ প্রাতিষ্ঠানিক শেয়ার বৃদ্ধির হার বিবেচনায় গত মাসের শীর্ষে ছিল আইপিডিসি। কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ধারণ করা শেয়ার মোটের ১০ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ২৫ দশমিক ১৮ শতাংশে উন্নীত হয়েছে। গত মাসে আর্থিক প্রতিষ্ঠানটি থেকে আন্তর্জাতিক সংস্থা আগা খান ফান্ড তার দুই কোটি ৪১ লাখ শেয়ারের মধ্যে এক কোটি ৯৬ লাখ বিক্রি করেছে। একই সঙ্গে পর্ষদ থেকে পদত্যাগ করেছে। এ শেয়ার কিনেছে দেশীয় প্রতিষ্ঠান নিটল মোটরস। এ কারণে পরিচালকদের শেয়ার কমেছে, বেড়েছে প্রাতিষ্ঠানিক শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ। জানুয়ারিতে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক শেয়ার না থাকলেও ফেব্রুয়ারিতে মোটের ১০ দশমিক ৪২ শতাংশে উন্নীত হয়েছে। এছাড়া ডরিন পাওয়ার ও আরডি ফুডে ৫ শতাংশ, ইস্টার্ন ক্যাবলস ও এএফসি এগ্রোতে সাড়ে ৪ থেকে পৌনে ৫ শতাংশ এবং সোনারবাংলা ও তাকাফুল ইন্স্যুরেন্স এবং আলিফ ইন্ডাস্ট্রিজে প্রাতিষ্ঠানিক শেয়ার ৩ থেকে সাড়ে ৩ শতাংশ বেড়েছে। ২ শতাংশের বেশি শেয়ার বেড়েছে এমারেল্ড অয়েল, মেঘনা লাইফ, রূপালী লাইফ, ফারইস্ট লাইফ ও ফু-ওয়াং ফুডে। কমায় শীর্ষে ॥ বিপরীতে প্রাইম ইন্স্যুরেন্স জানিয়েছে, কোম্পানিটি থেকে প্রাতিষ্ঠানিক শেয়ার মোটের ৩০ শতাংশ থেকে ৩ শতাংশে নেমেছে। অর্থাৎ ফেব্রুয়ারিতে ২৭ শতাংশ শেয়ার কমেছে। অবশ্য এর ২৪ শতাংশই যোগ হয়েছে উদ্যোক্তা-পরিচালকদের ঘরে। তবে বাস্তব অর্থেই ইনটেক অনলাইনের প্রাতিষ্ঠানিক শেয়ার ২৪ দশমিক ৯৬ শতাংশ থেকে ১১ দশমিক ২৯ শতাংশে নেমেছে। এ শেয়ারের পুরোটাই গেছে সাধারণ বিনিয়োগকারীদের এ্যাকাউন্টে। একই চিত্র মিলেছে বীমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল, গ্লোবাল, মার্কেন্টাইল, জনতা, প্রভাতী, ইস্টল্যান্ড, সিটি জেনারেল, বাংলাদেশ জেনারেল (বিজিআইসি), বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স থেকে। এসব কোম্পানি থেকে প্রাতিষ্ঠানিক শেয়ার কমেছে সাড়ে ৪ থেকে পৌনে ১৩ শতাংশ পর্যন্ত। যার পুরোটাই গেছে সাধারণ বিনিয়োগকারীদের এ্যাকাউন্টে। এছাড়া তালিকাভুক্তির প্রথম মাসেই তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস থেকে প্রাতিষ্ঠানিক শেয়ার সোয়া ৪ শতাংশ কমে সাড়ে ১০ শতাংশে নেমেছে। একইভাবে বিডি অটোকার, সিমটেক্স, সায়হাম কটন, এসকে ট্রিমস, সেন্ট্রাল ফার্মা, ম্যাকসন্স স্পিনিং, জেএমআই সিরিঞ্জেস, ইস্টার্ন হাউজিং, এ্যাডভেন্ট ফার্মা, মেট্রো স্পিনিং, সায়হামটেক্স, দেশবন্ধু পলিমার, ইউনাইটেড ফাইন্যান্স ও কাট্টলী টেক্সটাইল থেকে প্রাতিষ্ঠানিক শেয়ার কমেছে ৩ থেকে পৌনে ৬ শতাংশ।
×