ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশার বকেয়া ভ্যাট আদায়

প্রকাশিত: ১১:৪২, ১৯ মার্চ ২০১৯

আশার বকেয়া ভ্যাট আদায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেসরকারী উন্নয়ন সংস্থা আশার কাছ থেকে ফাঁকি দেয়া ১ কোটি ২২ লাখ টাকার ভ্যাট আদায় করেছে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট। আশার পক্ষ থেকে আজ তা সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে। এক পত্রের মাধ্যমে আশা কর্তৃপক্ষ ঢাকা পশ্চিম কমিশনারকে এ তথ্য জানায়। এনজিওটি সোনালী ব্যাংকের কলেজগেট শাখায় তিনটি চালানের মাধ্যমে সরকারী কোষাগারে এই টাকা পরিশোধ করে। ঢাকা পশ্চিমের একটি দল ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য নিরীক্ষা করার সময় আশার এ ভ্যাট ফাঁকি ধরা পড়ে। গেল ১১ মার্চ প্রতিষ্ঠানের বরাবর ফাঁকিকৃত ভ্যাট দাবিনামা জারি ৭ দিনের মধ্যে তা জমা দেয়ার নোটিশ ইস্যু করা হয়।
×