ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আয়কর নীতিমালায় পরিবর্তন আনছে চীন

প্রকাশিত: ১১:৪৩, ১৯ মার্চ ২০১৯

আয়কর নীতিমালায় পরিবর্তন আনছে চীন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদেশে কর্মরত শ্রমিকদের বিশেষ সুবিধা দিতে আয়কর নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছে চীন সরকার। জানানো হয়েছে, প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ থেকে আয়কর সংগ্রহের ক্ষেত্রে বড় পরিবর্তন করা হবে। দেশটির অর্থ মন্ত্রণালয় ও স্টেট ট্যাক্সেশন এ্যাডমিনিস্ট্রেশনের যৌথ বিবৃতিতে জানানো হয়, বিদেশে কর্মরত শ্রমিকদের আয়ের নিরাপত্তা দিতে এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর লক্ষ্যে আয়কর নীতি পরিবর্তন করা হচ্ছে। নতুন নীতি অনুযায়ী, টানা ৬ বছর বা তার বেশি সময় ধরে অন্য দেশ থেকে আয়ের অর্থ দেশে পাঠাচ্ছে এবং নিয়মিত কর পরিশোধ করছে- এমন চীনা নাগরিকদের আয়কর অব্যহতি দেয়া হবে। নতুন আয়কর নীতি চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর বলে গণ্য হবে। শ্রীলঙ্কার উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের ৭ কোটি ডলার অনুদান অর্থনৈতিক রিপোর্টার ॥ শ্রীলঙ্কার উন্নয়ন প্রকল্পের জন্য ৭ কোটি ডলার ঋণ অনুদান দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির বিবৃতিতে জানানো হয়, দেশটির ১০ লাখ প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।
×