ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

গাংনীতে মাদক কারবারি গুলিতে নিহত

প্রকাশিত: ১১:৪৬, ১৯ মার্চ ২০১৯

গাংনীতে মাদক কারবারি গুলিতে নিহত

সংবাদদাতা, মেহেরপুর, ১৮ মার্চ ॥ গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক কারবারিদের দু’পক্ষের গোলাগুলিতে মাদক কারবারি বুদু আলী (৩০) নিহত হয়েছে। রবিবার পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১ কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও দেশীয় ১টি ওয়ান শূটারগান উদ্ধার করা হয়েছে। নিহত বুদু আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকের বেশ কয়েকটি মামলার আসামি বলে জানায় পুলিশ। নিহত মাদক কারবারি বুদু আলী এ উপজেলার পীরতলা গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, ঘটনার সময় হাড়াভাঙ্গা গ্রামে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল টহলে ছিল। গোলাগুলির শব্দ শুনে স্থানীয়দের সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অস্থায় বুদুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে সরকারী কর্মকমিশনের সভা সোমবার বিকেলে বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ে ’৭১ মিলনায়তন’-এ ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব ওএন সিদ্দিকা খানম। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ সরকারী কর্মকমিশনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আলোচনা সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। -বিজ্ঞপ্তি।
×