ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহ আমানতে তোশকভর্তি গাঁজাসহ আটক ২

প্রকাশিত: ১১:৪৭, ১৯ মার্চ ২০১৯

শাহ আমানতে তোশকভর্তি গাঁজাসহ আটক ২

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ তোশকভর্তি গাঁজা নিয়ে দুবাই যাওয়ার প্রাক্কালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছে এক যাত্রীসহ দুজন। কানেকটিং ফ্লাইটে দুবাই থেকে তাদের মাস্কাট যাওয়ার কথা ছিল। সোমবার সকালে তল্লাশিকালে ধরা পড়ে গাঁজার চালান। জানা যায়, গ্রেফতার দুজন হলো মোঃ রুবেল ও তার সহযোগী মোঃ নিজাম উদ্দিন। বিমানবন্দরের প্রথম গেটে তল্লাশির সময় যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তোশক খুলে পরীক্ষা করা হয়। এতে বেরিয়ে আসে তুলোর পরিবর্তে গাঁজা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার-ই-জামানের নেতৃত্বে নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা এ অভিযান চালান। ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের যাত্রী রুবেলের বহন করা তোশকে পাওয়া যায় ৬ কেজি গাঁজা। পরে এ তোশক জব্দ করা হয়। আটক রুবেলকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আটক করা হয় গেটে অপেক্ষমাণ নিজাম উদ্দিনকে। রুবেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দানাশী চরিলামে। নিজাম কুমিল্লার লাঙ্গলকোট থানার শ্যামপুরের বাসিন্দা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাবনায় ইউপি নারী সদস্যের পাঁচ দিনের জেল নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৮ মার্চ ॥ উপজেলা নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বেড়া উপজেলার রূপপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য সুলতানা রহমানকে ৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেড়া উপজেলার পাইকান্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেয়। জানা গেছে, উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে ওই ইউনিয়ন পরিষদ সদস্য ভোটারদের তার পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করে। বিষয়টি প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালতে তার ৫ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয় বলে বেড়া থানার নির্বাহী কর্র্মকর্তা আসিফ আনম সিদ্দিকী জানিয়েছেন।
×