ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুমতি ছাড়াই রেলের নালার ওপর নির্মাণ হচ্ছে মার্কেট

প্রকাশিত: ১১:৪৭, ১৯ মার্চ ২০১৯

অনুমতি ছাড়াই রেলের  নালার ওপর নির্মাণ হচ্ছে মার্কেট

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর রেলওয়ে কারখানাসহ শহরের বিভিন্ন পাড়া মহল্লার একমাত্র বর্জ্য ও পানি নিষ্কাশনের প্রধান নালাটির ওপর কৌশল অবলম্বন করে নালাসহ নালার দুই ধারের জমি দখলে নিয়ে সেখানে মার্কেট নির্মাণ করা হচ্ছে। সোমবার এলাকার বেশ কয়েকজন সচেতন ব্যক্তি বিষয়টি দুদক ও রেলকর্তৃপক্ষকে অভিযোগ করে নির্মাণ কাজ বন্ধসহ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছে। অভিযোগ মতে প্রধান নালাটি বন্ধ হয়ে গেলে বর্ষা মৌসুমে সৈয়দপুর শহর তলিয়ে যাবার আশঙ্কা করছে সৈয়দপুরবাসী। অভিযোগ মতে ব্রিটিশ শাসনামলের সিটি এ্যালাউন্স ও বিভাগীয় পশ্চিম মর্যাদা পাওয়া বর্তমানে দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার অসংখ্য অবকাঠামো স¤পত্তি ও জমি দিনে দিনে অবৈধ দখলদারদের হাতে চলে যাওয়ায় শহরটির ভবিষ্যত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। অভিযোগে জানা যায়, কাগজ-কলমে এ কারখানার প্রায় আটশ একর স¤পত্তি থাকলেও বাণিজ্যিক, কৃষি ও মৎস্য খাতে মাত্র ৭৬ একর এবং দাফতরিক স্থাপনা ২শ’ ২৪ একর স¤পত্তিতে দখলদারিত্ব আছে। বেদখলে গেছে প্রায় ৫শ’ একর স¤পত্তি। স্বাধীনতার পর এ পর্যন্ত ওইসব স¤পত্তির বিপরীতে সরকার প্রায় ৫শ’ কোটি টাকার রাজস্ব আয় হারিয়েছেন।
×