ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র তামিম হত্যাকারীদের ফাঁসি দাবি

প্রকাশিত: ১১:৪৭, ১৯ মার্চ ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র তামিম হত্যাকারীদের ফাঁসি দাবি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কসবায় কলেজ ছাত্র মাজহারুল ইসলাম তামিমের হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার বায়েক নয়নপুর বাজারে আয়োজিত মানবনন্ধনে সভাপতিত্ব করেন বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক। এ সময় বক্তব্য রাখেন নিহত তামিমের বড় ভাই আবুল কালাম আজাদ বাপ্পী, মা ফরিদা ইয়াছমিন, মুক্তিযোদ্ধা আব্দুল করীম প্রমুখ। বক্তারা তামিম হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানিয়ে ঘটনাটির সুষ্ঠু বিচারে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের হস্তক্ষেপ কামনা করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে কসবার বায়েক এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্য রেখা থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করে। বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে ফিশিং বোটে আগুন ॥ আটক ২ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৮ মার্চ ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রশিদ আহমদের মালিকানাধীন এফবি জেয়াছমিন নামে ফিশিং বোট আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার দুপুরে বাঁশখালী থানা পুলিশ ২ জনকে আটক করেছে। এদিকে ফিশিং বোটে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ইউপি সদস্য ছিদ্দিক আকবর বাহাদুর। ফিশিং বোটে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা স্বীকার করে ওসি মোঃ কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রেক্ষিতে অধিকতর তদন্ত ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত প্রমাণিত হলে আটককৃতদের গ্রেফতার দেখানো হবে বলেও তিনি জানান। জানা যায়, মনকিচর গ্রামের মৃত আলী হোসেনের পুত্র ফিশিং বোট মালিক রশিদ আহমদের সঙ্গে একই গ্রামের অন্য একটি ফিশিং বোটের মাঝি আবদুল খালেকের সঙ্গে গত ৪ দিন পূর্বে বাগ্বিত-া হয়। সেই বিরোধকে কেন্দ্র করে শনিবার গভীর রাতে বঙ্গোপসাগরের খাটখালী মোহনার ফাঁড়ির মুখ ডকে নোঙ্গর ফেলানো অবস্থায় এফবি জেয়াছমিন ফিশিং বোটটিতে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দেয়।
×