ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

প্রকাশিত: ১১:৪৮, ১৯ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৮ মার্চ ॥ বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী কর্তৃক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে নামাজরত মুসল্লি গণহত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও পথসভা কর্মসূচী পালিত হয়েছে। ভোলা সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে সোমবার বেলা ১১টার দিকে কলেজের সামনের সড়কে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও পথসভায় কলেজের বিভিন্ন বিভাগের কয়েক শত শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ভোলা কলেজের বাংলা বিভাগের প্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হ্যাভেন, শিক্ষার্থী ইংরোজ আলম টিমন, ফাহাদ হোসেন, ইমরান হোসেন কিরণ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জঙ্গীদের কোন ধর্ম নেই। এ জাতীয় সন্ত্রাসী হামলা বিশ্বের সকল ধর্মের প্রতি হুমকিস্বরূপ। তারা এ হামলার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। যাতে ভবিষ্যতে মুসলমানদের ওপর এরকম হামলার সাহস কেউ না করতে পায়। চুয়াডাঙ্গা নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বড়বাজার শহীদ হাসান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে এরপর পৌর মুক্তমঞ্চে চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আলহাজ জুনাইদ হাবিবীর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উলামা পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল কাশেমী, প্রধান উপদেষ্টা রুহুল আমিন ও উপদেষ্টা জিনারুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব নিউজিল্যান্ডে মুসলামনদের হত্যার প্রতিবাদে বিশ্ব নেতাদের কাছে জোর প্রতিবাদ জানাতে হবে। মীরসরাই নিজস্ব সংবাদদাতা মীরসরাই থেকে জানান, মীরসরাই উপজেলার বড়তাকিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বার আউলিয়ার সর্দার হজরত জাহেদ শাহ (রা) নামকরণে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসা, বড়তাকিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, বড়তাকিয়া বাজার প্রদক্ষিণ করে, বড়তাকিয়া বাজার মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ মুখে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, যাহেদিয়া দাখিল মাদ্রাসা পরিচালা পরিষদের সভাপতি আলহাজ আবদুল হাকিম, খৈয়াছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, সভাপতি আলতাফ হোসেন, বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন, মীরসরাই লতিফীয়া কামীল মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক মাওলানা নিজাম উদ্দিনসহ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে বিশ্বে মুসলমানের ওপর হত্যা, জুলুম,নির্যাতন প্রতিবাদ গড়ে তুলতে হবে। কলাপাড়া নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুইটি মসজিদে বন্দুকধারীদের হামলায় অর্ধশত মুসলমান নিহতের ঘটনার প্রতিবাদে সোমবার বেলা ১১টায় কলাপাড়া পৌরশহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কলাপাড়া উপজেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির উদ্যোগে বিক্ষোভ প্রতিবাদে শত শত মানুষ অংশ নেয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর হাফেজ মোঃ আল-আমিন সরদার, ইমাম সমিতির সভাপতি মাওলানা প্রভাষক মাসুম বিল্লাহ রুমী। বক্তারা বন্দুকধারী অস্ট্রেলীয় নাগরিক জড়িতদের ফাঁসির দাবি করেন। তারা এ ঘটনায় দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।
×