ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১১:৪৮, ১৯ মার্চ ২০১৯

ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিদ্যুত দিয়ে জমিতে ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে আব্বাস ঘরামি (৫৫) নামের এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় ইসাহাক সরদার নামের অপর এক কৃষক আহত হয়েছেন। পুলিশ নিহত আব্বাস ঘরামির লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কেতনার বিল নামক এলাকার। পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, রাজিহার গ্রামের অমীয় পাত্র তার বোরো ক্ষেতে ইঁদুর তাড়ানোর জন্য কাউকে না জানিয়ে বিদ্যুতের লাইন দিয়ে ফাঁদ পাতে। রবিবার বিকেলে চেঙ্গুটিয়া গ্রামের এচাহাক সরদার তার জমি দেখতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। শেষ বিকেলে চেঙ্গুটিয়া গ্রামের কেতাব আলী ঘরামীর পুত্র কৃষক আব্বাস ঘরামী একইভাবে ওই জমির ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। রাজশাহীতে বিজ্ঞানমেলা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে শুরু হয়েছে তিনদিনের বিজ্ঞানমেলা। ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রাজশাহী মডেল স্কুল এ্যান্ড কলেজে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। রাজশাহী মডেল স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান ও রাজশাহী মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আকবর হোসেন। স্বাগত বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন। তিন দিনের এ মেলা শেষ হবে বুধবার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
×