ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে শিশু হত্যায় যাবজ্জীবন

প্রকাশিত: ১১:৫২, ১৯ মার্চ ২০১৯

কিশোরগঞ্জে শিশু হত্যায় যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৮ মার্চ ॥ তুচ্ছ ঘটনায় পেটে আঘাত করে শামীমা আক্তার নামের এক গৃহবধূর ৭ মাসের গর্ভের সন্তানকে হত্যা মামলার আসামি কালামকে যাবজ্জীবন কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা দিয়েছে আদালত। এছাড়া রায়ে অপর দুই আসামি মালেক ও সিদ্দিককে ছয় মাস করে কারাদ- দেয়া হয়েছে। সোমবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। জানা গেছে, জেলা শহরের গাইটাল এলাকার আলী আকবরের স্ত্রী শামীমা আক্তারের সঙ্গে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে একই এলাকার ফাইন্নার বাপের ছেলে আসামি কালাম, মালেক ও সিদ্দিকের ঝগড়া হয়। এর জেরে ২০০৮ সালের ১২ অক্টোবর সন্ধ্যায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মামলার বাদীপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় ৭ মাসের অন্তঃসত্ত্বা শামীমা আক্তারের শরীরে লাঠি ও পেটে লাথি মেরে গুরুতর আহত করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৭ অক্টোবর শামীমার গর্ভের সন্তান মারা যায়। চট্টগ্রাম আদালতের মালখানায় চুরি ॥ ২ পুলিশ বরখাস্ত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম আদালতে জেলা পুলিশের মালখানায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এ চুরি সংঘটিত হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। জানা যায়, সোমবার ভোরের দিকে চুরি হয় মালখানা। তবে কী পরিমাণ মাল বা আলামত খোয়া গেছে তা যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় রাতে মালখানার দায়িত্বে নিয়োজিত পুলিশের দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা এ চুরির ঘটনা তদন্ত করছেন।
×