ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বারি’তে মসলা গবেষণা বিজ্ঞানীদের প্রশিক্ষণ

প্রকাশিত: ১১:৫২, ১৯ মার্চ ২০১৯

বারি’তে মসলা গবেষণা বিজ্ঞানীদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার শুরু হয়েছে। ‘বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় মসলা ফসলের উন্নয়নে প্রজননতত্ত্ব ও মলিকুলার বায়োটেকনোলজির ওপর মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। বারি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. আব্দুল ওহাব, পরিচালক ড. মদন গোপাল সাহা, পরিচালক জেবুন নেছা। আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইকবাল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহা. সহিদুজ্জামান। বারি’র আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ বিজ্ঞানীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মসলা ফসলের উচ্চফলনশীল জাত উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাউফলে ট্রলি চলাচল বন্ধের দাবি নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৮ মার্চ ॥ ট্রলির ধাক্কায় কলেজছাত্র জাহিদুল ইসলামের (১৮) হত্যাকারীকে গ্রেফতার ও বিচারের দাবিসহ উপজেলা ট্রলি চলাচল বন্ধের দাবিতে সোমবার সকালে সড়ক অবরোধ, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। উপজেলার কাছিপাড়া বাজার এলাকায় কাছিপাড়া-বগা সড়কে সকাল ১০ টা থেকে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণীপেশার দুই সহাস্্রাধিক মানুষ অংশ নেয়। সমাবেশে কলেজ শিক্ষক বাবুল আখতারের সভাপতিত্বে বক্তৃতা করেন কলেজ শিক্ষক সহিদুল ইসলাম, ইব্রাহিম খান, আবু হাসান মিরন, ইউপি সদস্য রিপন সিকদার ও শিক্ষার্থী রিয়াজ আকন।
×