ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিক্ষামেলা শুরু

প্রকাশিত: ১১:৫২, ১৯ মার্চ ২০১৯

শিক্ষামেলা শুরু

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৮ মার্চ ॥ ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার থেকে স্থানীয় শহীদ মিনারে দুই দিনব্যাপী শিক্ষামেলা ও মিনা প্রদর্শনী শুরু হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহজাহান মিয়া, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান, সদর উপজেলা শিক্ষা অফিসার মাসুদ করিম প্রমুখ। ওষুধ ভেবে বিষ খেয়ে মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১৮ মার্চ ॥ উপজেলার বেতাগৈর গ্রামে ওষুধ ভেবে কীটনাশক খেয়ে হালিম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার রাতে ওই ঘটনা ঘটলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার উন্নতি না হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার দুপুরের দিকে তিনি মারা যান। জানা গেছে, বেশ কয়েক মাস ধরে হালিম শ^াসকষ্ট রোগে ভুগছিলেন। তার ঘরের একটি টেবিলে শ^াসকষ্টের প্রয়োজনীয় ওষুধ থাকত। সেখান থেকেই সময় মতো ওষুধ সেবন করতেন তিনি। গত শুক্রবার ওই টেবিলে নারিকেল গাছের পোকা মারার জন্য বাজার থেকে কীটনাশক এনে রাখা হয়। এ অবস্থায় রবিবার রাতে হালিম শ্বাসকষ্টের ওষুধ ভেবে কীটনাশক খেয়ে ফেলেন।
×