ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্বসেরা ক্রীড়াবিদদের তালিকায় সাকিব, মুশফিক ও মাশরাফি

প্রকাশিত: ১২:০৭, ১৯ মার্চ ২০১৯

বিশ্বসেরা ক্রীড়াবিদদের তালিকায় সাকিব, মুশফিক ও মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্বের সেরা ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রতিবারই নিজেদের পন্থায় করে থাকে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন। এবারও তারা চলতি বছরের জন্য বিশ্বের ৭৮ দেশের মোট ৮০০ ক্রীড়াতারকা থেকে বেছে বিশ্বের সেরা ১০০ জনের তালিকা চূড়ান্ত করেছে। ২০১৯ সালের জন্য প্রস্তুত করা বিশ্বসেরা ক্রীড়াবিদদের এই তালিকায় প্রথমবারের মতো স্থান করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তিন তারকা মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। তালিকায় গতবারের মতো এবারও এক নম্বরে আছেন পর্তুগীজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তিন নম্বরে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি এবং চারে ব্রাজিলিয়ান তারকা নেইমার। তালিকায় ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৭ নম্বরে। আর বাংলাদেশের তিন তারকা সাকিব ৯০, মুশফিক ৯২ ও মাশরাফি ৯৮ নম্বরে ঠাঁই পেয়েছেন। ইএসপিএন তাদের বিশ্বের সেরা ১০০ ক্রীড়াবিদের তালিকা করার ক্ষেত্রে কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব দেয়। এক্ষেত্রে বেশি জোর দেয়া হয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ক্রীড়াবিদকে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের অনুসারীর সংখ্যা এবং বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে তাদের চাহিদার বিষয়টি। এ তিনটি বিষয়কে ভিত্তি করে তারা তালিকায় সবার আগে নাম পর্তুগীজ তারকা রোনাল্ডোর। তিনি সার্চ স্কোর পেয়েছেন ১০০, সামাজিক মাধ্যমে অনুসারীর সংখ্যা ১৪৮ মিলিয়ন এবং এনডোর্সমেন্ট ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেবরন জেমস দ্বিতীয়, তিনে মেসি ও চারে নেইমার। ক্রিকেটারদের তালিকায় সবার ওপরে কোহলি থাকলেও সার্বিকভাবে তার অবস্থান ৭ নম্বরে। কোহলি সার্চ স্কোর পেয়েছেন মাত্র ২৫, এনডোর্সমেন্ট ২৫ মিলিয়ন মার্কিন ডলার এবং সামাজিক মাধ্যমে অনুসারী সংখ্যা ৩৭.১ মিলিয়ন। এছাড়া তালিকায় থাকা বাকি ক্রিকেটারদের মধ্যে প্রায় সবাই ভারতীয়। বাকিরা হচ্ছেনÑ মহেন্দ্র সিং ধোনি (১৩), যুবরাজ সিং (১৮), সুরেশ রায়না (২২), রবিচন্দ্রন অশ্বিন (৪২), রোহিত শর্মা (৪৬), হরভজন সিং (৭৪) ও শিখর ধাওয়ান (৯৪)। বিশ্বসেরাদের এই তালিকার ৯০ নম্বরে আছেন বাংলাদেশের বিশ্বসেরা ক্রিকেটার সাকিব। তার সার্চ স্কোর ১, এনডোর্সমেন্ট ৬.৯৮ মিলিয়ন মার্কিন ডলার ও সামাজিক মাধ্যমে অনুসারী সংখ্যা ১০.৭ মিলিয়ন। ৯২ নম্বরে থাকা মুশফিকের সার্চ স্কোর ১, এনডোর্সমেন্ট ৭.৫৭ মিলিয়ন মার্কিন ডলার ও সামাজিক মাধ্যমে অনুসারী ৯.১ মিলিয়ন। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি আছেন তালিকার ৯৮ নম্বরে। তার সার্চ স্কোর ১, এনডোর্সমেন্ট ৭.৫৭ মিলিয়ন মার্কিন ডলার এবং সামাজিক মাধ্যমে অনুসারী ৮.৫ মিলিয়ন। টেনিস তারকাদের মধ্যে সবার ওপরে সুইজারল্যান্ডের রজার ফেদেরার ৬ নম্বরে, স্পেনের রাফায়েল নাদাল ৮ নম্বরে এবং মহিলা টেনিস তারকাদের মধ্যে ২৩ গ্র্যান্ডস্লাম জেতা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ১৭ নম্বরে, এরপর মহিলাদের মধ্যে দ্বিতীয় টেনিস তারকা হিসেবে রাশিয়ার মারিয়া শারাপোভা আছেন ৩৭ নম্বরে। গলফারদের মধ্যে এখনও সেরা যুক্তরাষ্ট্রের কিংবদন্তি টাইগার উডস। তিনি আছেন ১০ নম্বরে।
×