ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাকিবের প্রিমিয়ার লীগ খেলা হচ্ছে না!

প্রকাশিত: ১২:০৯, ১৯ মার্চ ২০১৯

সাকিবের প্রিমিয়ার লীগ খেলা হচ্ছে না!

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) তিন রাউন্ড শেষ হয়েছে। জাতীয় দলের অনেক ক্রিকেটারই খেলতে পারেননি এই তিনটি রাউন্ডে। আজ থেকে শুরু হবে ডিপিএলের চতুর্থ রাউন্ড। সবেমাত্র নিউজিল্যান্ড থেকে ফিরে আসা ক্রিকেটাররা আপাতত ছুটিতে থাকায় এ রাউন্ডে তাদের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে কয়েকজনকে আজ থেকেই মাঠে দেখা যেতে পারে। এদিকে ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফর পুরোপুরি মিস করা অলরাউন্ডার সাকিব আল হাসান ডিপিএল খেলতে চেয়েছিলেন। কিন্তু সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন আগে থেকেই তালিকায় নাম না থাকার কারণে সাকিবের খেলার সুযোগ নেই। আজ চতুর্থ রাউন্ডে ফতুল্লায় শীর্ষে থাকা আবাহনী লিমিটেড-শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ এবং বিকেএসপির ৩ নম্বর মাঠে শেখ জামাল ধানম-ি ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে। তিন রাউন্ড শেষে ডিপিএলে ছিল তিন দিনের বিরতি। এর মধ্যেই সাকিব অনুশীলন শুরু করে দিয়েছিলেন। বেশ আগেই তিনি ডিপিএল দিয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সে সময় জানিয়েছিলেন ২০ মার্চের আগে সাকিবের অনুশীলনে ফেরার সুযোগ নেই। তবে সাকিব গত বৃহস্পতিবারই মাঠে নেমে অনুশীলন শুরু করে দিয়েছিলেন। মনে হচ্ছিল দ্রুতই মাঠে ফিরতে মরিয়া হয়ে আছেন এ বাঁহাতি অলরাউন্ডার। এমনকি নিউজিল্যান্ডে জাতীয় দলের হয়ে তৃতীয় টেস্টে খেলার ইচ্ছাও জানিয়েছিলেন। কিন্তু সেটা আগেই অনিশ্চিত হয়ে পড়ে নতুন করে ইনজুরি আক্রান্ত অনামিকায় ব্যান্ডেজ করে দেয়াতে। এদিকে ২৩ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শুরু হবে। সেখানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবার খেলার কথা সাকিবের। তার আগেই ডিপিএল খেলতে চেয়েছিলেন সাকিব। এ বিষয়ে পাপন সোমবার বলেন, ‘সাকিব খেলতে চায়। আমাকেও বলেছে। ২০ তারিখে তাকে ডাক্তাররা দেখবে। এরপর জানা যাবে। এটা পুরোটাই ডাক্তারদের উপর। সত্যি কথা বলতে, তার প্রিমিয়ার লীগ খেলার কোন সুযোগই দেখি না, এক্কেবারে না। তাদের তো তালিকায় নাম ছিল না। খেলতে চাইলেই তো হবে না। ঢাকা প্রিমিয়ার লীগ কিন্তু এত সহজ জিনিস না। ইচ্ছে হলেই খেলবে।’ বিসিবি সভাপতির কথা থেকে এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সাকিবের পক্ষে ডিপিএল খেলা সম্ভব হবে না। আজ থেকে ডিপিএলের চতুর্থ রাউন্ড মাঠে গড়াচ্ছে। সেখানেও সাকিব অনুপস্থিত থাকবেন তা প্রায় নিশ্চিতই হয়ে গেছে পাপনের মন্তব্যে। সেক্ষেত্রে তিনি আইপিএল দিয়েই কি মাঠে ফিরবেন? বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনালে বাঁ হাতের অনামিকায় চোট পেয়েছিলেন সাকিব। তাই নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টেস্ট সিরিজে খেলতে পারেননি জাতীয় দলের টেস্ট ও টি২০ দলপতি সাকিব। চিকিৎসকের দেয়া নির্দেশনা অনুযায়ী চোট পাওয়ার তিন সপ্তাহ পর আঙ্গুলে এক্সরে করিয়ে তার পরদিন থেকেই মিরপুরে অনুশীলন শুরু করেন। গেল ৫ মার্চ থেকে শুরু হওয়া ঐচ্ছিক সেই অনুশীলনে শুধু ফিটনেস নিয়ে কাজ করেছেন সাকিব। পরে আবার তাকে পর্যবেক্ষণের জন্য ২০ তারিখ পর্যন্ত সময় দেয়া হয়েছিল। কিন্তু আগেভাগেই অনুশীলনে ফেরেন তিনি। এবার পুরো ডিপিএলেই দেখা যাবে না তামিম ইকবাল, মুশফিকুর রহীমদের। তারা আগেই খেলবেন না বলে জানিয়েছিলেন বিশ্বকাপ প্রস্তুতির কথা বলে। এবার সাকিবও নেই। এখন দেখার বিষয় ইনজুরি থেকে সেরে উঠতে না উঠতেই ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে সাকিব খেলেন কি না!
×