ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফেদেরারকে থামালেন থিয়েম

প্রকাশিত: ১২:১০, ১৯ মার্চ ২০১৯

ফেদেরারকে থামালেন থিয়েম

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি ক্যারিয়ারের শততম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন রজার ফেদেরার। বিএনপি পরিবাস ওপেনেও দুর্দান্ত গতিতে ছুটছিলেন তিনি। সেমিফাইনাল থেকে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল নাম সরিয়ে নিলে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। কিন্তু ফাইনালে জয়রথ থেমে গেল তার। সুইস তারকাকে হারিয়ে বিএনপি পরিবাস ওপেনের চ্যাম্পিয়ন হলেন ডোমিনিক থিয়েম। সেইসঙ্গে ক্যারিয়ারের প্রথম এটিপি মাস্টার্স ১০০ পর্যায়ের শিরোপা জয়ের স্বাদ পেলেন অস্ট্রিয়ান তারকা। ইন্ডিয়ান ওয়েলসে এর আগে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন ফেদেরার। এবার রেকর্ড ষষ্ঠ শিরোপার খোঁজে ছিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান। ফাইনালে ফেদেরার অবশ্য প্রথম সেটটা জয় দিয়েই শুরু করেছিলেন। প্রথম সেট জেতেন ৩-৬ গেমে। পরের সেটে ঘুরে দাঁড়ান থিয়েম। দুই সেট জিতে নেন ৬-৩, ৭-৫ গেমে। ২০ গ্র্যান্ডস্লামের অধিকারী ফেদেরার ৩২টি আনফোর্সড এরর করেছিলেন বিপরীতে থিয়েমের ছিল ২৫টি। এই জয়ের ফলে প্রাপ্তিটা থিয়েমের জন্য একটু বেশি। কেননা, ফেড এক্সপ্রেসকে হারানোর ফলে বিশ্ব র‌্যাঙ্কিংয়েও অগ্রগতি হয়েছে তার। র‌্যাঙ্কিংয়ের চারে উঠে এসেছেন তিনি। গত কয়েক দিনের এই সাফল্য নিজেও বিশ্বাস করতে পারছেন তিনি। এ প্রসঙ্গে ম্যাচের শেষে ডোমিনিক থিয়েম বলেন, ‘এই দশ দিনে যা হয়েছে তা অবিশ্বাস্য মনে হচ্ছে।’ তবে প্রতিপক্ষ ফেদেরারের প্রশংসা করেছেন ঠিকই। এ প্রসঙ্গে ডোমিনিক থিয়েম বলেন, ‘রজার ফেদেরারের বিপক্ষে খেলে আমি এখন অভ্যস্ত। প্রথম সেটে খুব ভাল পারফর্ম করেছিল সে। যা আমার জন্য সম্পূর্ণরূপে ভিন্ন রকমের কিছু মনে হচ্ছিল। সেই সময়টাতে ম্যাচে ফেরার জন্য আমাকে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে।’ বয়সে সাঁইত্রিশকেও ছাড়িয়ে গেছেন ফেদেরার। এই সময়ের মধ্যে ২০টি গ্র্যান্ডস্লামসহ মোট ১০০ ট্রফি জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছেন তিনি। তবে এখনও টেনিস কোর্টে লড়াই চালিয়ে যেতে চান রজার ফেদেরার।
×