ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিরল কীর্তিতে রফিকের পাশে নবী

প্রকাশিত: ১২:১০, ১৯ মার্চ ২০১৯

বিরল কীর্তিতে রফিকের পাশে নবী

স্পোর্টস রিপোর্টার ॥ দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ঐতিহিসক প্রথম টেস্ট ম্যাচ জিতেছে আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেটের উত্থানের শুরুর দিকের নায়কদের অগ্রভাগে যারা মোহাম্মদ নাবী তাদের অন্যতম। ঐতিহাসিক অর্জনের দিনে বিরল এক কীর্তিতে সাবেক টাইগার তারকা মোহাম্মদ রফিকের পাশে বসেছেন এই আফগান অলরাউন্ডার। ওয়ানডে, টি২০ ও টেস্ট তিন ফরমেটেই নিজ দেশের প্রথম জয়ে গর্বিত অংশীদার হয়েছেন নবী। ক্রিকেট ইতিহাসে এমন কীর্তি এতদিন ছিল কেবল রফিকেরই। ওয়ানডেতে আফগানিস্তান প্রথম জয় পায় ২০০৯ সালে। বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে ৮৯ রানে জয়ের ম্যাচে নবি ব্যাট হাতে করেছিলেন ৫৮ রান। তবে বল হাতে ছিলেন উইকেট শূন্য। টি২০তে আফগানদের প্রথম জয় ২০১০ সালে, কানাডার বিপক্ষে কলম্বোতে ৫ উইকেটে। সেদিন নবী বল হাতে ১ উইকেট নেয়ার পর ও ব্যাটিংয়ে ১২ বলে ২৩ রান করেছিলেন। এবার নিজেদের প্রথম টেস্ট জয়ের সাক্ষীও হয়ে গেলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। দেরাদুনে তার পারফর্মেন্স ৩/৩৬, ০ ও ০/৫৮, ১। ফেরা যাক রফিকের ইতিহাসে। ১৯৯৮ সালে কোকাকোলা কাপে কেনিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। বোলিংয়ে ৩ উইকেট নেয়ার পর ১১ চার ও ১ ছক্কায় ৮৭ বলে ৭৭ রান করে ম্যাচসেরা হয়েছিল সাবেক টাইগার স্পিনার। ২০০০ সালে অভিষেকের পর ২০০৫ সালে প্রথম টেস্ট জয়ের মুখ দেখে বাংলাদেশ। জিম্বাবুইয়ের বিপক্ষে ২২৬ রানে জয় (৬ উইকেটে) পায় টাইগাররা। ওই ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন রফিক। ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৬৯ রান ও বল হাতে পাঁচ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৪ ও বল হাতে উইকেট শূন্য ছিলেন রফিক। ১২৩ বছর পর... স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট ক্রিকেটে ১২৩ বছর আগে সবশেষ এমন ঘটনা ঘটেছিল। আর দলের মাত্র দ্বিতীয় টেস্টেই সেই রেকর্ড ফিরিয়ে আনেন আয়ারল্যান্ডের দুই ব্যাটসম্যান ক্যামেরন ডউ ও টিম মুরতাগ। ১৮৯৫ সালের পর টেস্ট ক্রিকেটে অনন্য এক রেকর্ড গড়েছেন তারা। ভাগ বসিয়েছেন আলবার্ট ট্রট ও সিডনি কালাওয়ের রেকর্ডে। দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসের শেষ জুটিতে ৮৭ ও দ্বিতীয় ইনিংসের শেষ জুটিতে ৫৮ রান যোগ করেন দুই টেলএন্ডার ডউ ও মুরতাগ। যা বিশ্বের বাঘা বাঘা দলের টেলএন্ডাররাও পারেনি। সবশেষ কোন টেস্টের দুই ইনিংসেই শেষ জুটিতে অন্তত ৫০ রানের জুটি ছিল অস্ট্রেলিয়ার ট্রট ও কালাওয়ের। ১৮৯৫ সালে এ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শেষ উইকেটে ৮১ ও দ্বিতীয় ইনিংসের শেষ জুটিতে ৬৪ রান করেছিলেন তারা।
×