ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ১৩ স্বর্ণপদক জয়

প্রকাশিত: ১২:১০, ১৯ মার্চ ২০১৯

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ১৩ স্বর্ণপদক জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের ১৯০ দেশের সাত হাজার এ্যাথলেটের অংশগ্রহণে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসের জমকালো উদ্বোধন হয়েছে গত ১৪ মার্চ। ১৫ মার্চ থেকে প্রতিযোগিতা শুরু হয়। বাংলাদেশের ১৩৯ সদস্যের ক্রীড়া দল এই আসরে ১১ ইভেন্টে অংশ নিয়েছে। সোমবার রাত পৌনে ৮টা পর্যন্ত সর্বশেষ খবরে জানা গেছে বাংলাদেশ দল ১৩ স্বর্ণ, ৬ রৌপ্য এবং ২ তা¤্রপদক অর্জন করেছে (সাঁতারে ৫ স্বর্ণ, ২ রৌপ্য, ১ তা¤্র; বোচিতে ৪ স্বর্ণ; টেবিল টেনিসে ২ স্বর্ণ; ব্যাডমিন্টনে ২ স্বর্ণ; এ্যাথলেটিক্সে ৪ রৌপ্য এবং বাস্কেটবলে ১ তা¤্রপদক)। আগামী ২১ মার্চ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের পর ২২ মার্চ রাত ১১টায় বাংলাদেশ দল বিমানযোগে ঢাকায় প্রত্যাবর্তন করবে। শিরোপার খুব কাছে পিএসজি স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানে রাজত্ব করছে প্যারিস সেইন্ট জার্মেই। স্বপ্ন ছিল ইউরোপ জয়ের। কিন্তু ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাস্বপ্ন ভেঙ্গে চৌচির হয়ে গেছে প্যারিস জায়ান্টদের। তবে ইউরোপের মঞ্চ থেকে ছিটকে পরায় পিএসজির চোখ এখন লীগ ওয়ানে। ইউরোপের মঞ্চে যেমন তেমন এখানে ঠিকই অপ্রতিরোধ্য গতিতে ছুটছে পিএসজি। রবিবার মার্সেইর বিপক্ষেও জয় পেয়েছে তারা। ঘরের মাঠ পার্ক ডু প্রিন্সেসে এদিন তারা ৩-১ গোলে হারিয়েছে মার্সেইকে। দাপটে এই জয়ের ফলে শিরোপা ধরে রাখার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল পিএসজি। আর মাত্র সাত পয়েন্ট পেলেই লীগ ওয়ানের চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা।
×