ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিথর মাহবুবের একাধিক মাইম প্রদর্শনী

প্রকাশিত: ১২:১১, ১৯ মার্চ ২০১৯

নিথর মাহবুবের একাধিক মাইম প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ মূকাকু খ্যাত অভিনেতা নিথর মাহবুব সম্প্রতি পাঁচটি মাইম প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। এর মধ্যে আজ উত্তরায় গীতাঞ্জলি ললিতকলা একাডেমি আয়োজিত বইমেলা প্রাঙ্গণে রাতে রয়েছে একটি প্রদর্শনী। অবশ্য এর আগে আজ বিকেলে তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের আয়োজনে বিএটিসি মিলনায়তনে ‘লালজমিন’ নাটকের ২০০তম প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। এই নাটকে নেপথ্য কর্মী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। ‘লালজমিন’ নাটকের প্রদর্শনী শেষে তিনি উত্তরায় এসে মাইম আর্টের কর্মীদের সঙ্গে আজকের প্রদর্শনীতে যুক্ত হবেন। আগামী ২৩ মার্চ ধানম-ি রবীন্দ্র সরোবরে শিশুপ্রতিভা বিকাশ কেন্দ্রের আয়োজনে শিশু-কিশোরদের জন্য মূকাভিনয় পরিবেশন করবেন। এছাড়া আগামী ৫, ৮ এবং ১১ এপ্রিল প্রতিদিন বিকেলে পদাতিক টিএসসির আয়োজিত নাট্য উৎসবে নিথর মাহবুব মাইম পরিবেশন করবেন। প্রতিটি প্রদর্শনী হবে তার দল মাইম আর্টের ব্যানারে। দলের অন্য সদস্যরাও প্রদর্শনীগুলোতে নিথর মাহবুবের সঙ্গে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি। নিথর মাহবুব বলেন, ‘মাইমের চাহিদা আগের তুলনায় অনেক বেড়েছে, সামনে আরও বাড়বে এবং এটি একটি পেশাদার শিল্প মাধ্যমে পরিণত হবে আশা করছি। তাই যারা নতুন মাইম শিখছেন তাদের উদ্দেশে বলব তারা যেন জেনে-শুনে সঠিক জায়গায় প্রশিক্ষণ গ্রহণ করে। আজকাল ইউটিউবে ফেসবুকে দেখছি অদক্ষ এবং ভুল প্রশিক্ষণ প্রাপ্ত অনেক নতুনদের মাইমের ভিডিও। বাংলাদেশে দীর্ঘদিন শিল্পটির চর্চা বন্ধ ছিল বলে এই মাধ্যমে শিল্পী বা প্রশিক্ষক তৈরি হয়নি বললেই চলে, তাই সঠিকভাবে মাইম শেখার জায়গাও কম। মাইমের সুদিন দেখে বিশ ত্রিশ বছর আগে কখন কোথায় মাইমের কর্মশালা করেছিলেন বা থিয়েটারের কর্মশালা করতে গিয়ে দুই একটা মাইমের ক্লাস দেখেছিলেন তারাও অনেকে নিজেদের মাইম শিল্পী দাবি করছেন, অনেকে আবার প্রশিক্ষণেরও আয়োজন করছেন। এদের কাছে ভুল শিক্ষা গ্রহণ করে প্রফেশনাল বা ভাল মাইম শিল্পী হওয়া যাবে না। দর্শকদের কাছে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করা যাবে না। নিথর মাহবুব বলেন, দেশে প্রদর্শনী না করলেও অনেকে আবার নানাভাবে যোগাযোগ করে বিদেশে মাইম শো করতে যাচ্ছেন। এসব অদক্ষ শিল্পীদের কর্মকা- দেখে ইন্ডিয়া থেকে অনেকে ফোন করে, অনেকে মেসেঞ্জারেও জানায়। আমরা কিছু মানুষ অক্লান্ত পরিশ্রম করে বর্তমানে দেশে মাইম শিল্পের যে সুন্দর জায়গা তৈরি করেছি কিছু সুযোগ সন্ধানী বিদেশে গিয়ে মাইমের নামে হাবিজাবি করে আমাদের দেশের মাইমের সুনাম নষ্ট করছে। এই ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হওয়া দরকার বলে তিনি মনে করেন।
×