ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডাকসু নেতারা ২৩ মার্চ দায়িত্ব নিবেন

প্রকাশিত: ১২:৫৮, ১৯ মার্চ ২০১৯

ডাকসু নেতারা ২৩ মার্চ দায়িত্ব নিবেন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীরা দায়িত্ব নিবেন আগামী ২৩ মার্চ। সেদিন বেলা ১১টায় ডাকসু ভবনে নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। ওই সভাতেই দায়িত্ব নেবেন ডাকসুর নির্বাচিতরা। একই সময়ে হল সংসদের নেতারা স্ব স্ব হল প্রাধ্যক্ষের কাছ থেকে দায়িত্ব নিবেন। সোমবার উপাচার্য কার্যালয় সংলগ্ন আবদুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত প্রাধ্যক্ষ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একেএম সাইফুল ইসলাম খান জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। অধ্যাপক একেএম সাইফুল ইসলাম খান বলেন, ২৩ মার্চ বেলা এগারোটায় ডাকসু ভবনে উপাচার্য নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। সভা শেষে দায়িত্ব নিবেন নির্বাচিতরা। ওইদিন থেকে তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে ২৩ মার্চ ১৮টি আবাসিক হলের প্রতিটি হল সংসদের নির্বাচিত নেতাদের সঙ্গেও মতবিনিময় সভা হবে। সেখানে তারাও দায়িত্ব গ্রহণ করবে। প্রায় তিন দশক পরে ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কেন্দ্রীয় ডাকসুর ২৫টি পদে ছাত্রলীগ ২৩ পদে জয়লাভ করেন। ভিপি ও সমাজসেবা সম্পাদক পদে জয় পায় কোটা সংস্কার আন্দোলনের প্যানেল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
×