ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত

প্রকাশিত: ১৩:৪২, ১৯ মার্চ ২০১৯

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত

জনকণ্ঠ ডেস্ক ॥ ৯ দফা দাবিতে খুলনাসহ সারাদেশের ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘট স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানের সঙ্গে পাটকল শ্রমিক নেতাদের বৈঠকে আগামী ২৮ মার্চের মধ্যে শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়নের বিষয়ে আশ্বাস প্রদান করায় শ্রমিক নেতারা কর্মসূচী স্থগিত করেছে। খবর ওয়েবসাইটের। সোমবার রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন প্লাটিনাম জুট মিলের নবনির্বাচিত সিবিএ সভাপতি শাহানা শারমিন। তিনি জানান, বিজেএমসির চেয়ারম্যানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে শ্রমিক নেতারা বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া এপ্রিলের প্রথম সপ্তাহে বিজেএমসির চেয়ারম্যানের সঙ্গে শ্রমিক নেতাদের দ্বিপাক্ষিক বৈঠকে বাকি দাবিগুলোরে বিষয়ে আলোচনা করা হবে বলে তিনি জানিয়েছেন। আলীম জুট মিলের সিবিএ সভাপতি সাইফুল ইসলাম লিটু জানান, ২৮ মার্চ পর্যন্ত বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে খুলনাসহ সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলে মঙ্গলবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘটসহ সব কর্মসূচী স্থগিত থাকছে। এ সময়ে মজুরি কমিশন বাস্তবায়ন না হলে ২৯ মার্চ কর্মসূচী ঘোষণা করা হবে।
×