ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু ॥ সড়ক অবরোধ

প্রকাশিত: ২৩:১৭, ১৯ মার্চ ২০১৯

রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু ॥ সড়ক অবরোধ

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর প্রগতি সরণির নর্দ্দায় বাসচাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ভাটারা থানার ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবরার আহমেদ চৌধুরী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বাবার নাম আরিফ আহমেদ চৌধুরী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল আহাদ জানান, আবরার তার বিশ্ববিদ্যালয়ের বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরারকে চাপা দেয়। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুপ্রভাত পরিবহনের ঘাতক বাসটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাসের চালককেও আটক করা হয়েছে। নিহতের মরদেহ কুর্মিটোলা হাসপাতালেরর মর্গে রাখা হয়েছে। এদিকে, প্রগতি সরণির নর্দ্দা-কুড়িল চৌরাস্তার মাঝামাঝি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়েছে, বন্ধ রয়েছে বাড্ডা-কুড়িল বিশ্বরোড সড়কে যান চলাচল।
×