ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুরে স্থানীয় সমস্যা ও সম্ভাব্য সমাধান বিষয়ক দিনব্যাপী কর্মশালা

প্রকাশিত: ০৪:০২, ১৯ মার্চ ২০১৯

শেরপুরে স্থানীয় সমস্যা ও সম্ভাব্য সমাধান বিষয়ক দিনব্যাপী কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও তরুণদের অংশগ্রহণে স্থানীয় সমস্যা ও সম্ভাব্য সমাধান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এর ব্যবস্থাপনায় শহরের নিউমার্কেটস্থ আলীশান কমিউনিটি সেন্টারে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, মানবাধিকার কর্মী শামীম হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক প্রভাষক মামুনুর রশিদ পলাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো বিনয় কুমার সাহা ও নাসরিন রহমান। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ময়মনসিংহ অঞ্চলের কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক। কর্মশালায় অংশগ্রহণকারীরা ৫টি গ্রুপে বিভক্ত হয়ে শেরপুর জেলার নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য সমাধানের বিষয় তুলে ধরেন। ওইসময় আলোচনায় অংশ নেন সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী, রোটারিয়ান স্মরণ রায়, জেলা যুব রেড ক্রিসেন্টের প্রধান ইউসুফ আলী রবিন, জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন প্রমুখ। কর্মশালায় রাজনীতিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ নেন।
×