ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে দীপা

পশ্চিমবঙ্গে ১১ প্রার্থীর তালিকা প্রকাশ কংগ্রেসের

প্রকাশিত: ০৮:৪৭, ২০ মার্চ ২০১৯

পশ্চিমবঙ্গে ১১ প্রার্থীর তালিকা প্রকাশ কংগ্রেসের

সোমবার রাতে পশ্চিমবঙ্গের ১১টি, অন্ধ্রপ্রদেশের ১৫টি, অসমের পাঁচটি, উড়িষ্যার ছয়টি, তেলেঙ্গানার আটটি এবং উত্তরপ্রদেশের তিনটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। দিল্লীতে সোনিয়া গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকেই কোচবিহার থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ১১টি আসনের প্রার্থীর নাম অনুমোদিত হয়। খবর আনন্দবাজার পত্রিকার। প্রকাশিত তালিকা অনুযায়ী, কোচবিহারে প্রিয়া রায় চৌধুরী, আলিপুরদুয়ারে মোহনলাল বসুমাতা, জলপাইগুড়িতে মণি কুমার ডার্নাল, দার্জিলিংয়ে শঙ্কর মালাকার, রায়গঞ্জে দীপা দাশমুন্সি, বালুরঘাটে সাদিক সরকার, মালদহ উত্তরে ইশা খান চৌধুরী, মালদহ দক্ষিণে আবু হাসেম খান চৌধুরী, জঙ্গীপুরে অভিজিৎ মুখার্জি, বহরমপুরে অধীররঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদে আবু হেনা প্রার্থী হচ্ছেন। শুক্রবার বামফ্রন্ট ২৫ প্রার্থীর নাম প্রকাশ করেছিল। সোমবার কংগ্রেস যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তার মধ্যে ছয়টি আসনে প্রার্থী দিচ্ছে বামরা। ফলে দু’পক্ষের জোটের অবসান কি না সেই জল্পনা তীব্র হয়েছে।
×