ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া ॥ অস্ত্র জমা দিচ্ছে নিউজিল্যান্ডবাসী

প্রকাশিত: ০৮:৪৭, ২০ মার্চ ২০১৯

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া ॥ অস্ত্র জমা দিচ্ছে নিউজিল্যান্ডবাসী

ক্রাইস্টচার্চে হত্যাকা-ের পর অস্ত্র নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের প্রতি সাড়া দিয়ে নিউজিল্যান্ডবাসী অস্ত্র ত্যাগ করা শুরু করেছে। কিন্তু সামাজিক মিডিয়ায় এ পদক্ষেপের বিরুদ্ধে কিছুটা বিরূপ সমালোচনা হচ্ছে। নর্থ আইল্যান্ডে মাস্টারটন এলাকায় এক কৃষক তার আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রটি পুলিশের কাছে সমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। ক্রাইস্টচার্চ শহরে শুক্রবার সন্ত্রাসী হামলায় ৫০ মুসলিম নিহত, হওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সোমবার বলেছেন, তিনি অস্ত্র আইন কঠোর করার পরিকল্পনা নিচ্ছেন। অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ব্রেন্টন ট্যারান্ট ওই হামলায় তার বৈধ অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে এবং তা প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় আগ্নেয়াস্ত্র সমর্পণের জন্যও অস্ত্র মালিকদের উৎসাহিত করেন। কৃষক হার্ট বলেন, তার আধাস্বয়ংক্রিয় অস্ত্রটি সমর্পণ করা তার জন্য একটা ভাল সিদ্ধান্ত। তিনি টুইটে বলেন, আমাদের দেশে এগুলোর প্রয়োজন নেই। হার্টের ফেসবুক এ্যাকাউন্টে অনেক অমর্যাদাকর বার্তা পোস্ট করা হয়েছে। -এএফপি
×