ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঠিয়ায় সচ্ছলদের ভিজিএফ কার্ড ॥ চাল বিতরণ বন্ধ

প্রকাশিত: ০৮:৫২, ২০ মার্চ ২০১৯

পুঠিয়ায় সচ্ছলদের ভিজিএফ কার্ড ॥ চাল বিতরণ বন্ধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভিজিডির কার্ড দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সুবিধাবঞ্চিতদের অভিযোগ, ইউপি সদস্যরা অর্থের বিনিময়ে সচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করেছেন। এ ঘটনায় পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, চলতি অর্থবছরে জিউপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৩১৯ ব্যক্তিকে ভিজিডির কার্ডের আওতায় আনা হয়। তালিকা অনুযায়ী বেশির ভাগ সচ্ছল ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর তালিকা থেকে বাদ পড়েছেন অসচ্ছল ও অসহায় মানুষ। এদিকে পূর্ব নির্ধারিত মঙ্গলবার কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করার কথা থাকলেও বিভিন্ন অনিয়মের কারণে প্রতিবাদ জানান সুবিধাবঞ্চিতরা। এ ঘটনায় ইউপি সদস্য জয়নাল আবেদিনসহ তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ কারণে পুলিশ পরিষদকে ভিজিডি চাল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। জানতে চাইলে ইউনিয়নের নারী সদস্য মমতাজ খাতুন মনি বলেন, ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদিন সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে সুবিধা নিয়ে ভিজিডির কার্ড দিয়েছেন। আমিসহ কয়েকজন অসহায় মানুষ এর প্রতিবাদ জানালে তিনি আমাদের দেখে নেয়ার হুমকি দিয়েছেন। তবে অর্থের বিনিময়ে কার্ড প্রদানের বিষয়টি অস্বীকার করে ইউপি সদস্য জয়নাল আবেদিন বলেন, আমার বিরুদ্ধে কিছু লোকজন ষড়যন্ত্র করছে। পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদে তদন্তে আসবেন। তারা বিষয়টির সঠিক সুরাহা করবেন।
×