ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিষেধাজ্ঞা অমান্য

লক্ষ্মীপুরে আঠারো মৎস্যজীবীর জরিমানা

প্রকাশিত: ০৮:৫৪, ২০ মার্চ ২০১৯

লক্ষ্মীপুরে আঠারো মৎস্যজীবীর জরিমানা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৯ মার্চ ॥ মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে চার জেলেকে কারাদ- ও ১৪ জেলেকে জরিমানা করা হয়েছে। সোমবার রাত ১০টায় সদর উপজেলার মজুচৌধুরী হাট ঘাটে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা। আটককৃতরা ভোলা ও লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা। একই সঙ্গে অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা দিয়ে জামিন পায় আরও ১৯ জেলে শিশু। এর আগে দুপুর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মজুচৌধুরী হাট মাছ থেকে রামগতি নদীতে অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করে কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। এ সময় ইঞ্জিন চালিত ছয়টি নৌকা ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফার নেতৃত্বে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা বলেন, আইন অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে কোস্টগার্ড মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযান ১৮ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ৪ জনকে জেল, অপর ১৪ জনকে প্রতিজনের তিন হাজার করে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।
×