ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ বছরই যবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন

প্রকাশিত: ০৮:৫৪, ২০ মার্চ ২০১৯

এ বছরই যবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ছাত্র সংসদের প্রয়োজনীয়তা তুলে ধরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, এ বছরই যবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হবে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের পরবর্তী সভায় এ নির্বাচন করার জন্য আইনী বিষয়সহ প্রয়োজনীয় সকল বিষয় চূড়ান্ত করার জন্য একটি কমিটিও করে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে যবিপ্রবি ডিবেট ক্লাব আয়োজিত ‘স্বাধীনতা দিবস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ছাত্র সংসদ নির্বাচন হওয়ার এ ঘোষণা দেন। যবিপ্রবি প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের সম্পদ। তাদের একসুতোয় নিয়ে আসার জন্য রিজেন্ট বোর্ডের পরবর্তী সভায় যবিপ্রবি এ্যালামনাই এ্যাসোসিয়েশন গঠনের জন্য আইনী বিষয়সহ প্রয়োজনীয় সকল বিষয় চূড়ান্ত করার জন্য একটি কমিটি করে দেয়া হবে।
×