ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:৫৫, ২০ মার্চ ২০১৯

অষ্টম শ্রেণির পড়াশোনা

হাইমচর সরকারী কলেজ হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১। প্রতিবছর কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয় ? (ক) ২রা ফেব্রুয়ারি (খ) ৮মার্চ (গ) ২১শে ফেব্রুয়ারি (ঘ) ১লা মে। ২। বাংলাদেশে জনসংখ্যাকে সম্পদে পরিণত করার উপায় হচ্ছে- (র) শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ (রর) কৃষি,শিল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অগ্রাধিকার (ররর) দক্ষ জনশক্তিকে বিদেশে রপ্তানি করা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ করিম স্যার ছাত্রদের বলেছিলেন লক্ষ লক্ষ মানুষ গার্মেন্টেস শিল্পে কাজ করছে। বিদেশেও মানুষ যাচ্ছে। মানুষ নানা ধরনের কাজ করছে। ৩। উদ্দীপকের আলোকে বাংলাদেশ একটি- (ক) উন্নত দেশ (খ) অনুন্নত দেশ (গ) জনবহুল দেশ (ঘ) তথ্য-প্রযুক্তির দেশ। ৪। উল্লেখিত বিষয়ে আরো সফলতা আসতে পারে- (র) কর্মমুখী শিক্ষার প্রসার (রর) প্রশিক্ষণমূলক কর্মসূচি সম্প্রসারণ (ররর) পরিবার পরিকল্পনা কর্মসূচির প্রসার। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ৫। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নয় কোনটি ? (ক) সবার অধিকার নিশ্চিত করা (খ) বিনামূল্যে বই বিতরণ (গ) প্রশিক্ষণ কর্মসূচি (ঘ) বিয়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা। ৬। একটি দেশের পরিকল্পিত জনসংখ্যা- (ক) সম্পদ (খ) সমস্যা (গ) বোঝা (ঘ) চিন্তার কারণ। ৭। বাংলাদেশ সরকার কোন শক্তিকে সম্পদে রূপান্তরিত করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে? (ক) নারীশক্তিকে (খ) জনশক্তিকে (গ) যুবশক্তিকে (ঘ) প্রাকৃতিকশক্তিকে। ৮। নারী শিক্ষা প্রসারে ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপ - (ক) উপবৃত্তি প্রদান ও চাকরির ক্ষেত্রে কোটা প্রথা (খ) চাকরির ক্ষেত্রে কোটা প্রথা (গ) উপবৃত্তি প্রদান (ঘ) প্রশিক্ষণ কর্মসূচি। ৯। কোন ক্ষেত্রে অবদানের জন্য ২০১০ সালে বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার লাভ করে ? (ক) দূর্নীতি দূরীকরণ (খ) শিশুমৃত্যু হ্রাস (গ) জন্মহার বৃদ্ধি (ঘ) মাতৃমৃত্যু হ্রাস। ১০। সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি বেসরকারি পদক্ষেপসমূহ হচ্ছে - (র) বাল্যবিবাহ রোধে উদ্ধুদ্ধকরণ (রর) সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম (ররর) ধর্মীয় নেতাদের উদ্ধুদ্ধকরণ কর্মসূচি। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর। ১১। পরিকল্পিত পরিবারে কতজন সন্তান থাকে? (ক) ২জন (খ) ৩জন (গ) ৪জন (ঘ) ৫জন। ১২। কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায় যে সেবা প্রদান করা হয় - (র) বিনামূল্যে জটিল রোগের চিকিৎসা প্রদান (রর) পুষ্টি শিক্ষা প্রদান (ররর) পরিবার ছোট রাখার পরামর্শ প্রদান। নিচের কোনটি সঠিক (ক) রও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৩। সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণের পদক্ষেপসমূহ হচ্ছে- (র) নারী শিক্ষার প্রসার (রর) শিক্ষার হার বাড়ানো (ররর) আয়বৃদ্ধিমূলক কর্মসূচীতে নারীদের অংশগ্রহণ। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় - (ক) ১৪৬৬ মার্কিন ডলার (খ) ১৪৬৭ মার্কিন ডলার (গ) ১৪৬৮ মার্কিন ডলার (ঘ) ১৪৬৯ মার্কিন ডলার । ১৫। অদক্ষ জনগোষ্ঠি বলতে বোঝায় - (ক) প্রশিক্ষণপ্রাপ্ত জনগোষ্ঠি (খ) অশিক্ষিত জনগোষ্ঠি (গ) কর্মহীন জনগোষ্ঠি (ঘ) প্রশিক্ষণবিহীন জনগোষ্ঠি। উত্তর ঃ ১(ক), ২(গ), ৩(খ), ৪(ক), ৫(ক), ৬(ক), ৭(খ), ৮(ক), ৯(খ), ১০(ঘ), ১১(ক), ১২(গ), ১৩(ঘ), ১৪(ক), ১৫(ঘ)।
×