ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে তিন যাত্রী নিহত

প্রকাশিত: ০৯:১৯, ২০ মার্চ ২০১৯

রংপুরে তিন যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৯ মার্চ ॥ পীরগঞ্জ উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কে মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাসের হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধার ধাপেরহাট সীমান্তবর্তী এলাকা ফাইভ স্টার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পীরগঞ্জের প্রথম ডাঙ্গা গ্রামের শামসুন নাহার (২৭), একই উপজেলার ধোল্যাকান্দি গ্রামের ঝর্ণা বেগম। নিহত অপর জন বাসটির হেলপার ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে বলে জানা গেলেও নাম পরিচয় জানা যায়নি। পুলিশ জানান, ঢাকা থেকে আসা রংপুরগামী জাকির পরিবহনের যাত্রীবাহী একটি বাস ফাইভ স্টার মোড়ে পৌঁছলে মালবাহী একটি কাভার্ডভ্যান বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার ও দুই নারী যাত্রী নিহত হন। আহত হন আরও ৫ যাত্রী। সিলেটে সেনাসদস্যের স্ত্রী ও ছেলে স্টাফ রিপোর্টার সিলেট থেকে জানান, সিলেট সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ২জন আহত হয়েছেন। নিহতরা হলেন, সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার ছেলে সাজিদ মিয়া (৬)। ঢাকা সেনানিবাস থেকে তারা সিলেটে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। আহতরা হলেন, মাহিন ও সজিব। তারা অটোরিক্সার যাত্রী ছিলেন। সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার ছেলে সাজিদ মিয়া সিলেটে বেড়াতে এসে মঙ্গলবার বেলা ২টার দিকে গোয়াইনঘাটের বিছানাকান্দি থেকে জাফলং যাচ্ছিলেন। পথে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রামের মোড়ে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সোজা আহমেদের স্ত্রী ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। আহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। জামালপুরে স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দ্রুতগামী সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক ওয়াজকুরুনী মামুন (১৫) নামের দশম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পূর্ব সরদারপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে ওয়াজকুরুনী মামুন দেওয়ানগঞ্জ পৌর এলাকার আজিজা রোজ বাড কিন্ডারগার্টেনে দশম শ্রেণীতে পড়ত। নারায়ণগঞ্জে কিশোর স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ-মদনপুর সড়কের দাশেরগাঁও এলাকায় অটো ইজিবাইক উল্টে খাদে পড়ে গেলে মোঃ জিসান (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ২টায়। নিহত জিসান একই এলাকার চাঁন মিয়ার ছেলে। মোঃ জিসান নিজেই অটো ইজিবাইকটি চালাতে ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে জিসান ঘটনাস্থলেই নিহত হয়। মাগুরায় নসিমন চালক নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, মঙ্গলবার সকালে মাগুরা-ফরিদপুর সড়কের হুলিনগর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইমদাদুল হক (২২) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। তার বাড়ি মাগুরা সদর উপজেলার কসুন্দি গ্রামে। এই ঘটনায় ৮জন আহত হয়েছে। তাদের মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ঢাকা থেকে যশোরমুখী চাকলাদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় নসিমন চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। পাবনায় অটোরিক্সা যাত্রী নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, আটঘরিয়ায় সিএনজি-চালিত অটোরিক্সার সঙ্গে নছিমনের সংঘর্ষে আমিরুল ইসলাম নামে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের ভবানীরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম চাটমোহর উপজেলার নরাইখালি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। আহতরা হলেন পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামের সাদ্দাম হোসেন ও রাবেয়া খাতুন। হতাহত সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী বলে জানা গেছে।
×