ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে দুই গ্রামবাসীর মধ্যে বন্দুকযুদ্ধে নিহত দুই

প্রকাশিত: ০৯:২১, ২০ মার্চ ২০১৯

নরসিংদীতে দুই গ্রামবাসীর মধ্যে বন্দুকযুদ্ধে নিহত দুই

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। রায়পুরা উপজেলার দুগর্ম চর এলাকা মির্জারচরে মঙ্গলবার সকাল ৬টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, বিগত মির্জারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এলাকর আধিপত্য বিস্তার নিয়ে বিজয়ী চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাফর ইকবাল মানিক ও পরাজিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুকুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ, মামলা, পাল্টা মামলা চলে আসছিল। এরই জের হিসেবে মঙ্গলবার সকালে ফারুকুল ইসলামের সমর্থকরা বর্তমান চেয়ারম্যান মানিকের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়। এতে উভয়পক্ষের অন্তত ১০-১২ জন আহত হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ইকবাল (২৮), আমান উল্লাহ (২৪), সাজ্জাত (২৮), আজিজুল (২৬), রহমতউল্লাহকে (১৮) সকাল পৌনে ৯টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ইকবাল ও আমান উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে সাজ্জাত ও আজিজুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত রহমতউল্লাহ নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা পুলিশী গ্রেফতার এড়াতে বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে। নিহত ইকবাল মির্জারচর ইউনিয়নের বালুচর গ্রামের আরফান মিয়ার পুত্র এবং আমান উল্লাহ মির্জারচর মধ্যপাড়ার রবি মিয়ার পুত্র বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যুগ যুগ ধরে রায়পুরার বিভিন্ন ইউনিয়নে সংঘর্ষ হামলা-মামলা, পাল্টা মামলা চলে আসছে। স্থানীয় প্রশাসন তা নিয়ন্ত্রণে কোন কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। সংঘর্ষ দিনের পর দিন চলছে। আর হতাহতের ঘটনাও বাড়ছে। এভাবে সংঘর্ষ চলতে থাকলে আরও কত মায়ের বুক খালি হবে তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত এখন এলাকার নিরীহ জনসাধারণ।
×