ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে মার্কেটে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৯:২১, ২০ মার্চ ২০১৯

নাটোরে মার্কেটে অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৯ মার্চ ॥ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের তিনটি গোডাউনসহ ৪টি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার বেলা ১০টার দিকে শহরের আলাইপুর এলাকার উত্তরা সুপার মার্কেটের পার্শ্বে আইবিএস নামে ওই মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নাটোর ফায়ার ব্রিগেডের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ফায়ার ব্রিগেড ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। তবে ক্ষতিগ্রস্তরা জানায়, অগ্নিকা-ে তাদের ৬০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে। নাটোর ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার আকতার হামিদ ও ক্ষতিগ্রস্ত মার্কেটের গোডাউন মালিক সৈকত চৌধুরী ও আব্দুল আজিজ জানান, সকাল ১০টার দিকে মার্কেটের একটি কাগজের ব্যাগের গোডাউন থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পার্শ্বের অন্যান্য দোকানসহ গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউন তিনটিতে ব্যাগ, প্রসাধনী সামগ্রী ও প্লাস্টিক পাই্পসহ বিভিন্ন মালামাল ছিল। ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। বিমানবন্দরে যাত্রীর জুতায় ইয়াবা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবিগামী এক যাত্রীর জুতা থেকে উদ্ধার হয়েছে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২শ’ গ্রাম গাঁজা। বিশেষ কৌশলে এই মাদক বহন করা হচ্ছিল। মঙ্গলবার সকালে যাত্রীদের তল্লাশিকালে এগুলো ধরা পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়, আটক জমির উদ্দিনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। চূড়ান্ত তল্লাশিতে স্ক্যানিংয়ে মাদক থাকার বিষয়টি ধরা পড়ায় এ যাত্রীকে ভালভাবে তল্লাশি করা হয়। তার জুতার সোলের ভেতরে কৌশলে লুকানো ছিল ইয়াবা ও গাঁজা।
×