ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে চার অপহরণকারী গ্রেফতার

প্রকাশিত: ০৯:২১, ২০ মার্চ ২০১৯

গাজীপুরে চার অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে র‌্যাব-ডিজিএফআই ও ডিবি পুলিশের পরিচয়ে চার অপহরণকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহৃতকে উদ্ধার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার মঙ্গলবার দুপুরে গোয়েন্দা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, র‌্যাব-ডিজিএফআই ও ডিবি পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে চারজন ১৬ মার্চ রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর আশরাফ সেতুর সামনে হতে নওগাঁর ডাবরকুড়ি এলাকার মাওলানা মুফতি মিজানুর রহমান মিজানীকে (৫০) অপহরণ করে। তারা মিজানুর রহমানকে লালবাগ থানা এলাকায় গোপন স্থানে আটকে রেখে তার ব্যবহৃত প্রাইভেটকার নিয়ে যায়। পরে অপহরণকারীরা মিজানুরের স্বজনদের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে টঙ্গী এলাকা থেকে আলমগীরকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী টঙ্গী ও লালবাগ থেকে অপর তিন অপহরণকারীকে গ্রেফতার এবং ভিকটিম ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অন্য ৩ জন হলো-ইয়াছিন রানা, দীপু ও গোলাম মোস্তফা।
×