ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গজারিয়ায় প্রধান শিক্ষককে মারধর ভাংচুর

প্রকাশিত: ০৯:২২, ২০ মার্চ ২০১৯

গজারিয়ায় প্রধান শিক্ষককে মারধর ভাংচুর

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি ডাঃ আবদুল গফ্ফার স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বছির উল্লাহ্কে মারধর ও তার অফিস কক্ষ ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে প্রধান শিক্ষক বাদী হয়ে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, মঙ্গলবার সকালে রায়হান বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী তার চাচাত বোনকে অন্যত্র ভর্তি করানোর জন্য প্রধান শিক্ষকের কাছে টিসি নিতে আসলে প্রধান শিক্ষক সংশ্লিষ্ট শিক্ষার্থীকে উপস্থিত করতে বলেন। এ সময় রায়হান বাড়ি ফিরে গিয়ে শিক্ষার্থীর অভিভাবক (বাবা) তপন মিয়াকে নিয়ে এসে দুজন মিলে প্রধান শিক্ষককে মারধর করে তার অফিস কক্ষে হামলা ও ভাংচুর চালায়। এ সময় শিক্ষার্থীরা ধাওয়া করলে তপন ও রায়হান পালিয়ে যায়। রায়হানের ফেলে যাওয়া মোটরবাইকটি ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাংচুর করে। বাউফলে সেই অবৈধ ইটভাঁটি ফের চালু নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৯ মার্চ ॥ বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মহশেন উদ্দিন গ্রামের এসএমবি নামের একটি অবৈধ ইটভাঁটি পুনরায় চালু করা হয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। আদাবাড়িয়া ইউনিয়নের হাতেম আলী হাওলাদারের বাড়ি থেকে দক্ষিণ দিকে হাজির হাট পাকা সড়কের পূর্বপাশে জনবহুল এলাকায় অবৈধভাবে এই ইটভাঁটি গড়ে ওঠে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গত এক মাস আগে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে ওই ভাঁটি বন্ধ করে দিয়েছিল। সরেজমিনে দেখা গেছে, পুরোদমে ওই ভাঁটিতে ইট পোড়ানোর কাজ চলছে। ড্রাম সিট দিয়ে তৈরি দুটি চিমনি দিয়ে কাঠ পোড়ানো কালো ধোঁয়া পরিবেশ বিনষ্ট করছে। তা ছাড়া ওই ভাঁটিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে পরিবেশবান্ধন কাঠ। আর সেই কাঠগুলো চেরাই করতে ভাঁটির কাছে বসানো হয়েছে ছ-মিল। ভাঁটির চারপাশে রয়েছে অংখ্য বাড়িঘর।
×