ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে রেলের উচ্ছেদ অভিযান শুরু

প্রকাশিত: ০৯:২২, ২০ মার্চ ২০১৯

রাজশাহীতে রেলের উচ্ছেদ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রেলের জমিতে অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু করেছে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীতে এই অভিযান চলে। নগরীর কোর্ট স্টেশন, কাশিয়াঙ্গা, চারখুটার মোড় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বিভিন্ন অবৈধ স্থাপনা বুলড্রোজার এবং শ্রমিকদের সহযোগিতায় ভেঙ্গে দেয়া হয়। পশ্চিমাঞ্চল রেলের ভূ-সম্পত্তি বিভাগের প্রধান আব্দুল মান্নান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ওই দুটি এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। দুদিন এই উচ্ছেদ অভিযান চলার কথা রয়েছে। তবে প্রয়োজনে এই উচ্ছেদ অভিযানের মেয়াদ বৃদ্ধি করা হবে। মানিকগঞ্জ নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশের ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে মহাসড়কের বিভিন্ন স্থানের ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বানিয়াজুরী, মহাদেবপুর, বরঙ্গাইল ও পাটুরিয়াসহ বিভিন্ন এলাকায় দুই হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে মানিকগঞ্জহ সড়ক ও জনপথ বিভাগ। চলমান এই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা জোন সড়ক ও জনপদ অধিদফতরের এস্টেট এন্ড ‘ল’ অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ মাহবুবুর রহমান ফারুকী।
×