ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে পানি ভবনে সভা

প্রকাশিত: ০৯:২৩, ২০ মার্চ ২০১৯

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে পানি ভবনে সভা

রবিবার পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর গ্রীনরোডে পানি ভবন প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান। পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, মোঃ রোকন উদ-দৌলা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন অন্যান্য সংস্থাসহ ও পানি উন্নয়ন বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি। কুষ্টিয়ায় ইটভাঁটির মাটিচাপায় শ্রমিক নিহত নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৯ মার্চ ॥ ইটভাঁটির মাটিচাপায় সজল (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রাশিদুল ও খলিল নামে আরও দুই শ্রমিক। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়রা বাজার সংলগ্ন গড়াই ব্রিকস্ েএ ঘটনা ঘটে। নিহত সজল মিরপুর উপজেলার বাসিন্দা এবং আহত রাশিদুল ও খলিল কুমারখালী উপজেলার চাপড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে গড়াই ইটভাঁটিতে সজলসহ আরও ১০ জন শ্রমিক মাটি কেটে এক স্তূপ থেকে অন্য স্তূপে স্থানান্তরের কাজ করছিলেন। মাটির স্তূপের উপরের অংশ না কেটে নিচের অংশ কেটে দ্রুত গাড়ি ভরাট করা হচ্ছিল। এ সময় উপর থেকে মাটির স্তূপ ধসে তিনজনের গায়ের ওপর পড়ে। ইটভাঁটির অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়।
×