ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে শিক্ষামেলা

প্রকাশিত: ০৯:২৩, ২০ মার্চ ২০১৯

লক্ষ্মীপুরে শিক্ষামেলা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৯ মার্চ ॥ লক্ষ্মীপুরে কচিকাঁচা শিক্ষার্থীদের বাস্তব জ্ঞানের পরিধি সমৃদ্ধি করার লক্ষ্যে দুই দিনব্যাপী প্রাথমিক শিক্ষামেলা মঙ্গলবার শেষ হচ্ছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামে প্রতিষ্ঠিত পৌর শহীদ স্মৃতি আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রসূন চন্দ্র মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) রিয়াজুল কবির, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা প্রমুখ। অবশেষে মার্কেট নির্মাণ বন্ধ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে রেলওয়ে কারখানার প্রধান নালা ও জমি দখল করে মার্কেট নির্মাণের কাজ অবশেষে বন্ধ হলো। মঙ্গলবার (১৯ মার্চ) দৈনিক জনকণ্ঠে ‘অনুমতি ছাড়াই রেলের নালার ওপর নির্মাণ হচ্ছে মার্কেট’ শিরোনামে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে ও এলাকাবাসীর সরাসরি অভিযোগে রেল মন্ত্রণালয়ের নির্দেশে রেলের পার্বতীপুর এস্টেট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সৈয়দপুর শহরে এসে অবৈধ দখলদারদের নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধসহ উচ্ছেদ করে। অভিযানে নেতৃত্ব দেন পার্বতীপুর রেলওয়ের এস্টেট অফিসের কানুনগো জিয়াউল হক। এ সময় রেলওয়ে পুলিশ তাকে সহায়তা করে।
×