ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ভূয়া চিকিৎসক ও হাসপাতালের মালিককে আটক করেছে র‍্যাব-১

প্রকাশিত: ০৯:২৭, ১৯ মার্চ ২০১৯

গাজীপুরে ভূয়া চিকিৎসক ও হাসপাতালের মালিককে আটক করেছে র‍্যাব-১

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ভূয়া চিকিৎসক ও হাসপাতালের মালিককে আটক করেছে র‍্যাব-১ এর সদ্যরা। আটককৃতরা হলো- ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ঝাউবাড়ি এলাকার মৃত সামসুল হকের ছেলে ডাঃ এম এইচ এ হায়দার ওরফে হায়দার আলী (৩৭) এবং গাজীপুরের শ্রীপুর থানার ইন্দ্রপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে হাসপাতালের মালিক মোঃ সাইফুল ইসলাম (২৮)। মঙ্গলবার বিকেলে র‍্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন। র‍্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন মনিপুর বাজার এলাকায় মেডিসিন, গাইনী ও শিশু বিশেষজ্ঞ, সিনিয়র মেডিক্যাল অফিসারসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের ভ’য়া পরিচয় দিয়ে একটি চক্র দীর্ঘ দিন ধরে রোগী দেখা ও চিকিৎসা প্রদান করে আসছিলেন। এ গোপন সংবাদ পেয়ে র‍্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা ওই এলাকার গ্যালাক্সী হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক ল্যাবে অভিযান চালায়। এসময় মেডিসিন গাইনী ও শিশু বিশেষজ্ঞ, সিনিয়র মেডিক্যাল অফিসারসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের ভ’য়া পরিচয়ে রোগী দেখার সময় ডাক্তারের চেম্বার থেকে প্রতারণা চক্রের ডাঃ এম এইচ এ হায়দার ওরফে হায়দার আলীকে (৩৭) ও ওই হাসপতালের মালিক মোঃ সাইফুল ইসলামকে (২৮) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাক্তারী চিকিৎসার বিভিন্ন যন্ত্রাপাতি, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া ডাক্তারী সার্টিফিকেট, ভুয়া ডাক্তারী চিকিৎসার ব্যবস্থাপত্র প্যাড, ব্যক্তিগত সীল, মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। র‍্যাবের ওই কর্মকর্তা আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানাগেছে ডাঃ মোঃ আরিফ হায়দার, বিএমডিসি নম্বর-৪৫৬৯১, এমবিবিএস (ঢাকা) এর নাম পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন এলাকাস্থিত প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনষ্টিক সেন্টারে মেডিসিন, গাইনী ও শিশু রোগ বিশেষজ্ঞ, সিনিয়র মেডিকেল অফিসারসহ বিভিন্ন মিথ্যা পরিচয়ে সাধারন মানুষকে ঝুঁকিপূর্ণ চিকিৎসা সেবা প্রদান করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আয় করে আসছিল। এ ছাড়াও অধিক মুনাফা পাওয়ার আশায় ভুয়া ডাঃ এম এইচ এ হায়দার ওরফে হায়দার আলীকে (৩৭) দিয়ে দীর্ঘ দিন যাবৎ রোগীদের অপ্রয়োজনীয় বিভিন্ন মেডিকেল টেষ্ট করিয়ে এবং সাধারন মানুষকে ঝুঁকিপূর্ণ চিকিৎসা সেবা প্রদান করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে ওই হাসপাতালের মালিক মোঃ সাইফুল ইসলাম।
×