ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্লেসমেন্ট ও বুক বিল্ডিং পদ্ধতি সংশোধনে পৃথক কমিটি গঠন

প্রকাশিত: ০৯:২৮, ২০ মার্চ ২০১৯

প্লেসমেন্ট ও বুক বিল্ডিং পদ্ধতি সংশোধনে পৃথক কমিটি গঠন

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাইভেট প্লেসমেন্ট ও বুক বিল্ডিং পদ্ধতির সংশোধনীতে পৃথক দুটি কমিটি গঠন করেছে। প্রাইভেট প্লেসমেন্ট ॥ প্রাইভেট প্লেসমেন্টের অপব্যবহার রোধে অ-তালিকাভুক্ত কোম্পানির অর্থ উত্তোলন সংক্রান্ত নোটিফিকেশন সংশোধনীর লক্ষ্যে ৪ সদস্যের কমিটি গঠন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৬৮০তম নিয়মিত কমিশন সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলমকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া চলমান প্লেসমেন্টের ভয়াবহতা নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের বৈঠকেও সমালোচনা হওয়ার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় প্লেসমেন্টে সংশোধনীর জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিল বিএসইসি। বুক বিল্ডিং পদ্ধতি ॥ পাবলিক ইস্যু রুলস ২০১৫ এর বুক বিল্ডিং পদ্ধতি সংশোধনীর লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৬৮০তম নিয়মিত কমিশন সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।। বিএসইসির নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরীকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি পর্যালোচনা করে বুক বিল্ডিং পদ্ধতির সংশোধনীর জন্য সুপারিশ করবে। এমএম মিজানুর রহমান চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব সম্প্রতি কৃষিবিদ এম এম মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (সম্প্রসারণ)-কে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন সচিব পদে নিয়োগ প্রদান করা হয়।Ñবিজ্ঞপ্তি
×