ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাইকো মামলার চার্জ গঠন শুনানি ১ এপ্রিল

প্রকাশিত: ০৯:৩০, ২০ মার্চ ২০১৯

নাইকো মামলার চার্জ গঠন শুনানি ১ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠন শুনানির জন্য আগামী ১ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে অস্থায়ী বিশেষ জজ আদালতে হুইল চেয়ারে করে হাজির করা হয়। নাইকো দুর্নীতির মামলায় কেন অব্যাহতির আবেদন দেয়া হয়নি বলে আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এর জবাবে এ জে এম মোহাম্মদ আলী জানান, অব্যাহতির আবেদন তৈরি করা আছে। আমরা আদালতে দাখিল করে দেব। অন্যদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আপীল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। নাইকো দুর্নীতি মামলায় চার্জ গঠন শুনানির জন্য আগামী ১ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান মঙ্গলবার এ আদেশ দেন। কারা কর্তৃপক্ষ দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে অস্থায়ী বিশেষ জজ আদালতে হাজির করে। শুনানি শেষে খালেদা জিয়াকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলার প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সময় চেয়ে আবেদন পেশ করেন। মামলার আসামি সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন বলে তার আইনজীবী আদালতকে অবহিত করেন। শুনানি শেষে খালেদা জিয়া আইনজীবীদের কাছে জানতে চান, এ মামলা থেকে তাকে অব্যাহতির আবেদন দেয়া হয়নি কেন? উত্তরে আইনজীবী এ জে এম মোহাম্মদ আলী তাকে জানান, সব ডকুমেন্ট এখনও হাতে পাওয়া যায়নি। সব ডকুমেন্ট পাওয়ার পর অব্যাহতির আবেদন করা হবে। চৌদ্দগ্রামের হত্যা মামলায় জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপীল ॥ কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আপীল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। কুমিল্লায় গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানোর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। আগামী ২৫ মার্চ এ বিষয়ে চেম্বার আদালতে শুনানি হতে পারে বলে জানা গেছে। গত ৬ মার্চ এ মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। আদালতে ওই দিন খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও খন্দকার মাহবুব হোসেন। তাদের সঙ্গে ছিলেন মোঃ মাসুদ রানা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রসঙ্গত, ২০ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের নিক্ষিপ্ত পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের আট যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন।
×