ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রকাশিত: ০৯:৩২, ২০ মার্চ ২০১৯

প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

গত ১৬ মার্চ ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকার প্রথম পাতায় ‘বাংলাদেশকে বাদ দিয়েছে মালয়েশিয়া’ শিরোনামে মালয়েশিয়া কর্মী নিয়োগের জন্য বাংলাদেশকে সোর্স কান্ট্রি হিসেবে বাদ দিয়েছে মর্মে যে সংবাদ পরিবেশিত হয়েছে, তা কোন বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর নয়। প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়া সরকার এ ধরনের কোন সিদ্ধান্ত নেয়নি। সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী টেলিফোনে জানান, আমি যেভাবে কথাটা বলেছি তা সঠিকভাবে আসেনি। সংবাদটির প্রথম প্যারার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে। যদি কিছু হয় তাহলে আগে হতে পারে। আমি দায়িত্ব নেয়ার পর এ ধরনের কোন ঘটনা ঘটেনি। আমি বর্তমানে স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছি। এমন পরিস্থিতিতে না পরলে এ মাসেই আমি মালয়েশিয়া সফরে যেতাম। বিগত সময়ে ১০ সদস্যের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া সরকার বর্তমানে বাংলাদেশ থেকে সব ক্যাটাগরির কর্মী নিয়োগ বন্ধ রেখেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে শ্রমবাজারটি খোলার। আশা করি অল্পদিনের মধ্যে বাজারটি খুলে যাবে। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মনিরুছ সালেহীন জানিয়েছেন, সোর্স কান্ট্রি হিসেবে বাংলাদেশকে বাদ দেয়নি মালয়েশিয়া। তবে বর্তমানে সব ধরনের কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। প্রকৃত তথ্য হচ্ছে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের নেতৃত্বে সরকার গঠনের পর গত বছরের ১ সেপ্টেম্বর থেকে কর্মী নিয়োগের জন্য ব্যবহৃত এসপিপিএ ব্যবস্থা স্থগিত করেছে। ফলে দেশ থেকে অভিন্ন (ইউনিফায়েড) পদ্ধতিতে লোক নিয়োগের লক্ষ্যে তাদের প্রক্রিয়া উন্নয়নের জন্য কাজ করছে। মালয়েশিয়া বাংলাদেশের বড় একটি শ্রমবাজার হিসেবে সে দেশে বাংলাদেশের কর্মী প্রেরণ পুনরায় শুরুর লক্ষ্যে দু’দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দুটি সভা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ইমরান আহমদ, এমপি দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরে আসার পর সহসাই মালয়েশিয়া সফরে যাবেন। তিনি মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান করবেন। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুতই চালু হবে বলে আশা করা যাচ্ছে।
×