ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ওসমান পরিবার নিয়ে অপপ্রচার, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রকাশিত: ০৯:৩৩, ২০ মার্চ ২০১৯

ওসমান পরিবার নিয়ে অপপ্রচার, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে কোন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলেই একটি বিশেষ মহল ঐতিহ্যবাহী ওসমান পরিবারকে টার্গেট করে সুনাম ক্ষুণ্ণ করার জন্য ঢালাওভাবে নানা আপত্তিকর অপপ্রচার করে থাকে। এসব অপপ্রচারের অভিযোগ এনে এর প্রতিবাদে এবং বন্ধের দাবিতে সচেতন নাগরিক সমাজ, নারায়ণগঞ্জের ব্যানারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার বেলা এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক রাব্বি মিয়ার কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। সচেতন নাগরিক সমাজের পক্ষে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ শিরিন বেগমসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল করিম বাবু, হান্নান সরকার, শারমিন হাবিব বিন্নি প্রমুখ।
×